বাংলাদেশে এসে রোমাঞ্চিত পাকিস্তান ক্রিকেটের ‘হ্যারি পটার’

স্পোর্টস ডেস্ক: স্রেফ গুগলি হলেও হতো। বলটা লেগ স্টাম্পে পড়ে দিলো ছোবল। টার্নের সঙ্গে বাউন্স। বাড়তি গতিও ছিল। ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস ফরোয়ার্ড ডিফেন্স করতে গিয়ে বল মিস করে বোল্ড। আশ্চর্য হয়ে কেবল চেয়ে দেখলেন। ওদিকে আবরার আহমেদ ছুটছেন দিগ্বিদিক।
২৪ বছর বয়সী লেগস্পিনার গত ডিসেম্বরে নিজের প্রথম টেস্ট খেলতে নেমে মোহনীয় জাদুতে ইংলিশ ব্যাটসম্যানদের এলোমেলো করে দেন। অভিষেক টেস্টে ১১ উইকেট নিয়ে গড়েন ইতিহাস। সেই আবরারকে বিপিএলে খেলাতে উড়িয়ে এনেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
চোখে চশমা, মুখাবয়ব অকৃত্রিম। আচরণে বিশুদ্ধ সরলতা। কথায় অকপট। পাকিস্তান ক্রিকেটে এই আবরার পরিচিত ‘হ্যারি পটার’ নামে। নামের সার্থকতাও প্রমাণ করলেন প্রথমবার বাংলাদেশে এসে। চট্টগ্রামের ঐতিহাসিক এম এ আজিজ স্টেডিয়ামে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বললেন, ‘আমি কিন্তু ইংরেজি পারি না (হাসি)।’ তবুও মিডিয়া ম্যানেজার ও গণমাধ্যমকর্মীদের জোরাজুরিতে ‘হ্যারি পটার’ যতটুকু ইংরেজি জানেন, ততটুকু বললেন। তাতে বোঝা গেলো, প্রথমবার দেশের বাইরে খেলার রোমাঞ্চ ছুঁয়ে যাচ্ছে তাকে।
উচ্ছ্বসিত কণ্ঠে আবরার বললেন, ‘বিপিএল খুব ভালো। সব বিশ্বের খেলোয়াড়রা এখানে আসছে। লিজেন্ড ক্রিকেটাররাও আসছে। আমার নিজের এসেও ভালো লাগছে। বাংলাদেশের অনেক মানুষের ভালোবাসা পাচ্ছি। বিদেশি অনেক খেলোয়াড় আছে যাদের সঙ্গে খেলার অপেক্ষায় আছি। মজা হবে। চেষ্টা থাকবে ভালো পারফরম্যান্স করার, যেন কুমিল্লা ভিক্টোরিয়ান্স জিতে যায়।’
আবরারের জন্ম করাচিতে। শহরের অলিগলিতে টেপ টেনিস খেলে বেড়ে ওঠা। সেখান থেকে করাচির জোন-৩ এর হয়ে ৫৩ উইকেট নিয়ে দলকে চ্যাম্পিয়ন করানোর নায়ক তিনি। পরে সাবেক পাকিস্তানি অধিনায়ক রশিদ লতিফের অ্যাকাডেমিতে ভর্তি হয়ে নিজেকে তৈরি করেন। এরপর ধাপে ধাপে এগিয়ে চলা। পিএসএলে তার অভিষেক হয় করাচি কিংসের জার্সিতে। সেবার দুই ম্যাচ খেলার পর ইনজুরিতে পড়েন। এরপর নিয়মিত ক্রিকেটে ফেরেন ২০২০ সালে।
ঘরোয়া ক্রিকেটে দ্যুতি ছড়িয়ে আন্তর্জাতিক ক্রিকেটে আবির্ভাবেই নিজেকে মেলে ধরেন এ লেগস্পিনার। সেই সুবাদে এবার বিপিএলে খেলার সুযোগ পেয়েছেন। বাংলাদেশে খেলার সুযোগ পেয়ে বেশ রোমাঞ্চিত এ ক্রিকেটার। শুধু আবরারই নয়, তাকে খেলতে দেখার অপেক্ষায় রোমাঞ্চ ছড়াচ্ছে তার পরিবারের সবার মাঝে, ‘বিপিএল শুধু পাকিস্তানেই নয়, সারাবিশ্বেই দেখা যায়। পরিবারের সবাই খুশি যে আমি বাংলাদেশে এসে এখানকার লিগ খেলছি। তারাও আমাকে এখানে দেখে আমার মতো রোমাঞ্চিত। এখানকার পরিবেশ বেশ ভালো। আসলে সব কিছুই ভালো লাগছে। কুমিল্লা ভিক্টোরিয়ান্স দলটাও ভালো।’
কুমিল্লা ভিক্টোরিয়ান্স দুই ম্যাচ খেলে জয় পায়নি। আবরারের সঙ্গে এই দলে নতুন করে যোগ দিয়েছেন হাসান আলী, চ্যাডরিক ওয়ালটন। কিছুদিন পর যোগ দেবেন শাহীন শাহ আফ্রিদি ও মোহাম্মদ রিজওয়ান। স্বদেশী ক্রিকেটারদের সঙ্গে খেলার অপেক্ষায় আবরারও, ‘শাহীন শাহ আফ্রিদি ও রিজি ভাই (রিজওয়ান) এখানে আসছে। সময় হলেই চলে আসবে। তাদের সঙ্গে কথা হয়নি। তবে দলে তাদের নাম দেখেছি যে, তারা আসছে।’


প্রকাশিত: জানুয়ারি ১৩, ২০২৩ | সময়: ৫:১৯ পূর্বাহ্ণ | সুমন শেখ