রাজশাহীতে হিযবুত তাহরীরের ২ সদস্য গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘হিযবুত তাহরীরের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে এন্টি টেররিজম ইউনিট। এন্টি টেররিজম ইউনিট রাজশাহী বিভাগীয় আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বুধবার সন্ধা ৭ টার দিকে রামচন্দ্রপুর কেদুর মোড় বৌ বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান এন্টি টেররিজম ইউনিট।
গ্রেপ্তারকৃত নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘হিযবুত তাহরীরের সদস্যরা মো: ওমর ফারুক (২৭) ও আসিফ শাহরিয়ার (২৮)। ওমর ফারুক সাতক্ষীরা জেলার কালীগঞ্জ থানার গোবিন্দপুর গ্রামের আব্দুল মালেজ গাজীর ছেলে ও আসিফ শাহরিয়ার চাপাইনবাবগঞ্জ গোমস্তাপুর থানার দোকলা ডাঙ্গা গ্রামের শাহজাহান আলীর ছেলে।
গ্রেপ্তারকৃত আসামীদের কাছ থেকে ‘হিযবুত তাহরীর’ এর কার্যক্রম পরিচালনায় ব্যবহৃত ৩ টি মোবাইল ফোন, ৩ টি সিম কার্ড, ‘হিযবুত তাহরীর’ এর প্রচারপত্র, এজেন্ডা সম্বলিত ‘হিযবুত তাহরীর’ এর উদ্দেশ্য, কার্যক্রম, খিলাফত প্রতিষ্ঠার আহবান, দল গঠনের প্রক্রিয়া, রাষ্ট্র ও গণতন্ত্র বিরোধী লেখনীসহ বিপুল পরিমাণ উগ্রবাদী দালিলিক কাগজপত্র উদ্ধার করা
গ্রেপ্তারকৃত আসামীরা রাজশাহী মহানগরের রামচন্দ্রপুর কেদুর মোড় বৌ বাজারের একটি বাসা ভাড়া নিয়ে গোপনে নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন ‘হিযবুত তাহরীরের’ কার্যক্রম পরিচালনা ও সংগঠনের অন্যান্য সদস্যদের নিয়ে গোপন বৈঠকে বসে সরকার উৎখাত ও তথাকথিত খেলাফত প্রতিষ্ঠার ষড়যন্ত্রে নিয়োজিত ছিল। গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


প্রকাশিত: ডিসেম্বর ১, ২০২৩ | সময়: ৬:৩৯ পূর্বাহ্ণ | সুমন শেখ