বাগমারায় সংসদ নির্বাচনে চারজন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল 

বাগমারা প্রতিনিধি :

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৪ বাগমারা আসনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন বৃহস্পতিবার মোট চারজন প্রার্থী মনোয়নপত্র দাখিল করেছেন। সকাল সাড়ে ১১টার দিকে বর্তমান সংসদ সদস্য স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার এনামুল হক তার অনুসারী নেতাকর্মীদের নিয়ে উপজেলা সদর ভবানীগঞ্জ আসেন। এমপি’র পক্ষে সমর্থিত নেতা-কর্মীরা বাগমারা উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা এএফএম আবু সুফিয়ান এর নিকট মনোনয়নপত্র জমা দেন।

মনোনয়নপত্র জমা প্রদান কালে উপস্থিত ছিলেন, বাগমারা উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, সহ-সভাপতি মতিউর রহমান টুকু, দপ্তর সম্পাদক নূরুল ইসলাম, এনাগ্রুপের ডিএমডি মুসলে উদ্দিন।

 

একই ভাবে দুপুর আড়াইটার দিকে ক্ষমতাসীন আ’লীগের মনোনীত নৌকার প্রার্থী তাহেরপুর পৌরসভার আ’লীগের সাধারণ সম্পাদক ও তিন বারের মেয়র আবুল কালাম আজাদ মনোনয়নপত্র সহকারি রিটার্নিং কর্মকর্তার কাছে দাখিল করেন। এ সময় তার সঙ্গে ছিলেন, জেলা আ’লীগের সহ সভাপতি রাজশাহী বার এসিসিয়েশনের সভাপতি এ্যাড: ইব্রাহিম হোসেন, উপজেলা আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান জাকিরুল ইসলাম সান্টু, রাবির সাবেক অধ্যাপক পিএম শফিকুল ইসলাম, জেলা আ’লীগের শ্রম বিষক সম্পাদক মাহাবুবুর রহমান, এ্যাড জালাল উদ্দিন উজ্বল, তাহেরপুর পৌর আ’লীগের সভাপতি আবু বাক্কার মৃধা মুনসুর, ঝিকরা ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম প্রমূখ।

 

এছাড়া জাতীয় পার্টির মনোনীত (লাঙ্গল) একক প্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী জাতীয় পার্টির সভাপতি আবু তালেব দলীয় নেতাকর্মী নিয়ে দুপুর দেড়টার দিকে মনোনয়নপত্র জমা দেন। অপর দিকে বাগমারা আসনেই রাজশাহী জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বাবুল হোসেন মনোনয়পত্র জমা দিয়েছেন বলে নিশ্চিত করেছেন বাগমারা উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার এএফএম আবু সুফিয়ান।

প্রসঙ্গত আসন্ন সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমার শেষ তারিখ ৩০ নভেম্বর (বৃহস্পতিবার) যাচাই-বাছাই আগামী ১৪ ডিসেম্বর (শুক্রবার), প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর (রোববার) ও ১৮ ডিসেম্বর (সোমবার) প্রতীক বরাদ্দ এবং ৭ জানুয়ারী ভোট গ্রহণের দিন ধার্য করা হয়েছে।

সানশাইন / শামি


প্রকাশিত: নভেম্বর ৩০, ২০২৩ | সময়: ৬:৫৫ অপরাহ্ণ | Daily Sunshine