বিলকিশ আরা বেগমের মৃত্যুতে ইউএস বাংলা রাজশাহী শাখার শোক

স্টাফ রিপোর্টার: ইউএস বাংলা রাজশাহী শাখার কর্মকর্তা (এক্সিকিউটিভ মার্কেটিং এন্ড সেলস) মো. মাজমুন রহমান সাইক এর নানী বিলকিশ আরা বেগমের মৃত্যুতে ইউএস বাংলা রাজশাহী শাখার কর্মকর্তারা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। শোক প্রকাশের পাশাপাশি মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান তারা।
মৃত্যুকালে মরহুমার বয়স হয়েছিল ৮৬ বছর। দীর্ঘদিন যাবৎ তিনি শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন। এর আগে তিনি ২০২১ সালে প্রথম এবং ২০২২ সালে জানুয়ারি মাসে দ্বিতীয়বার করোনা ভাইরাসে আক্রান্ত হন। করোনামুক্ত হলেও তারপর দুইবার স্ট্রোক করেছেন। মৃত্যুকালে তিনি চার ছেলে, চার মেয়ে, নাতি-নাতনি, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমার ৮ সন্তানরা হলেন, রুনু, সাকিল, রনজু, পাপ্পু, রিনা, রিতা, রিংকি ও রুমা। এছাড়াও মরহুমার নাতিরা হলেন, সাইক, লামিসা, রিজভি, ঊর্মি, মাহিন, জাহিন এর নানি, মিতু, আকিব, রামিন ও এরফান। মরহুমার স্বামী ডিস্ট্রিক্ট নাজির মরহুম মতিউর রহমান ১৯৯৮ সালে মারা যান। উল্লেখ্য, মরহুমা বিলকিশ আরা বেগম বৃহস্পতিবার দিবাগত রাত শুক্রবার ভোর ৬টার দিকে রাজশাহীর রাণীবাজার এলাকায় নিজ বাসভবনে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।


প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২২ | সময়: ৬:৫১ পূর্বাহ্ণ | সুমন শেখ