জাসদের প্রার্থী তালিকা প্রকাশ

সানশাইন ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ১৮১ আসনে দল মনোনীত চূড়ান্ত প্রার্থীর তালিকা (আংশিক) প্রকাশ করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)। শুক্রবার (২৪ নভেম্বর) বিকেল ৪টায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তালিকা প্রকাশ করা হয়।
সংবাদ সম্মেলনে বক্তৃতা করেন দলের সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার। উপস্থিত ছিলেন দলের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা শফিউদ্দিন মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক শওকত রায়হান, মোহাম্মদ মহসীন, রোকনুজ্জামান রোকনসহ দলের কেন্দ্রীয় নেতারা। আর দল মনোনীত চূড়ান্ত ১৮১ প্রার্থীর তালিকাটি পাঠ করে শোনান দলের দফতর সম্পাদক সাজ্জাদ হোসেন। এর মধ্যে রাজশাহী বিভাগের আট জেলায় ৩২ জনকে মনোনয়ন দেওয়া হয়েছে।
জয়পুরহাট : জয়পুরহাট-১: আবুল খায়ের মো. শাখাওয়াত হোসেন, জয়পুরহাট-২: আবুল খায়ের মো. শাখাওয়াত হোসেন।
বগুড়া : বগুড়া-১: অ্যাডভোকেট হাসান আকবর আফজল হারুন, বগুড়া-৩: আব্দুল মালেক সরকার/ আলহাজ্ব মো. ফেরদৌস স্বাধীন (ফিরোজ), বগুড়া-৪: এ কে এম রেজাউল করিম তানসেন, বগুড়া-৫: রাসেল মাহমুদ, বগুড়া-৬: অ্যাডভোকেট এমদাদুল হক ইমদাদ, বগুড়া-৭: মো. আব্দুর রাজ্জাক।
চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ-১: অধ্যাপক আবু বাক্কার, চাঁপাইনবাবগঞ্জ-২: বীর মুক্তিযোদ্ধা মেহের আলী, চাঁপাইনবাবগঞ্জ-৩: আব্দুল হামিদ রুনু।
নওগাঁ : নওগাঁ-১: বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. শাহজাহান, নওগাঁ-২: বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই, নওগাঁ-৩: বীর মুক্তিযোদ্ধা মো. ওয়াজেদ আলী, নওগাঁ-৪: অ্যাডভোকেট মো. রিয়াজ উদ্দিন, নওগাঁ-৫: এস এম আজাদ হোসেন মুরাদ, নওগাঁ-৬: অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর হোসেন বুলবুল।
রাজশাহী : রাজশাহী-১: প্রদীপ মৃধা, রাজশাহী-২: আব্দুল্লাহ আল মাসুদ শিবলী, রাজশাহী-৬: জুলফিকার মান্নান জামী।
নাটোর : নাটোর-১: মো. মোয়াজ্জেম হোসেন, নাটোর-৪: অ্যাডভোকেট বিপ্লব কুমার রাম।
সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ-১: আব্দুল হাই তালুকদার, সিরাজগঞ্জ-২: আবু বকর ভূঁইয়া, সিরাজগঞ্জ-৪: মোস্তফা কামাল বকুল, সিরাজগঞ্জ-৫: বীরমুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, সিরাজগঞ্জ-৬: মোজাম্মেল হক।
পাবনা : পাবনা-১: শেখ আনিসুজ্জামান, পাবনা-২: মোছা: পারভীন খাতুন/শেখ আনিসুজ্জামান, পাবনা-৩: আবুল বাশার শেখ, পাবনা-৪: মো. আব্দুল খালেক, পাবনা-৫: আলহাজ আফজাল হোসেন রাজা।


প্রকাশিত: নভেম্বর ২৫, ২০২৩ | সময়: ৬:২৪ পূর্বাহ্ণ | সুমন শেখ