চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে আ’লীগের মনোনয়ন প্রত্যাশী একডজন নেতা

গোমস্তাপুর প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনের মধ্যে জেলার গুরুত্বপূর্ণ আসন চাঁপাইনবাবগঞ্জ-২। নির্বাচনী এলাকা নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট উপজেলা নিয়ে গঠিত আসনটি। দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় মনোনয়ন ফরম উত্তোলন ও জমা দিয়েছেন ১৪ জন মনোনয়ন প্রত্যাশী।
তারা হলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান সংসদ সদস্য মুহা. জিয়াউর রহমান, ২০১৪ সালের নির্বাচনে বিজয়ী সাবেক সাংসদ ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফা বিশ্বাস, ১৯৮৬ ও ১৯৯১ সালে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া আওয়ামী লীগ নেতা এ্যাড. আফসার আলী, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটে কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক চিত্রনায়িকা শারমিন আক্তার নিপা ওরফে মাহিয়া মাহি, নাচোল উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের, গোমস্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গোমস্তাপুর ইউপি চেয়ারম্যান জামাল উদ্দিন মন্ডল, ভোলাহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান রাব্বুল হোসেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির শিল্প ও বানিজ্য বিষয়ক উপ কমিটির সদস্য আনোয়ারুল ইসলাম আনোয়ার, কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম-সম্পাদক রফিকুল আলম সৈকত জোয়ার্দ্দার ও কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সম্পাদক কামরুল হাসান লিংকন, জেলা পরিষদের সাবেক সদস্য ও জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হালিমা খাতুন এবং ভোলাহাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুস সামাদ, সংরক্ষিত আসনের সাবেক মহিলা এমপি এ্যাড. শওকত আরা ও ছাত্রনেতা সাকলায়েন আলম।


প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২৩ | সময়: ৬:১৭ পূর্বাহ্ণ | সুমন শেখ