শচীনের বিশ্ব চ্যাম্পিয়ন জার্সি উপহার পেলেন কোহলি

স্পোর্টস ডেস্ক: ২০১২ সালে মিরপুরে বাংলাদেশের বিপক্ষে ৪৯তম ওয়ানডে সেঞ্চুরি করেন শচীন টেন্ডুলকার। ১১ বছর পর তাকে ছাড়িয়ে সর্বাধিক শতরানের মালিক হন বিরাট কোহলি। নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের সেমিফাইনালে তার ৫০তম সেঞ্চুরির সময় মুম্বাইয়ের গ্যালারিতে ছিলেন শচীন। দাঁড়িয়ে অভিবাদন জানান তাকে। সামাজিক যোগাযোগমাধ্যমেও কোহলিকে প্রশংসায় ভাসান ভারতীয় ব্যাটিং গ্রেট। ফাইনালের দিন ডানহাতি ব্যাটারকে বিশেষ উপহার দিলেন শচীন, ২০১১ সালে যে জার্সি পরে বিশ্বকাপ জিতেছিলেন।
রবিবার ফাইনাল শুরুর আগে নিজের স্বাক্ষর করা ১০ নম্বর জার্সিটি কোহলিকে দেন লিটল মাস্টার। টসের আগে দুই দলের ক্রিকেটাররা যখন ওয়ার্মআপ করছিলেন, সেই সময়েই তার হাতে তুলে দিলেন নিজের অমূল্য জার্সিটি। যে জার্সি গায়ে শেষ বিশ্বকাপ খেলেছিলেন লিটল মাস্টার। সেই জার্সির মালিকানা দিয়ে দিলেন নিজের উত্তরসূরিকে।
জার্সিতে শচীন লিখেছেন, ‘বিরাট তুমি আমাদের গর্বিত করেছো।’ এর নিচে স্বাক্ষর করেন তিনি। আইসিসির পেজে প্রকাশিত ছবিতে দেখা যায়, শচীনের ১১ বছরের পুরানো দশ নম্বর জার্সিটির টেন্ডুলকার বানানের ই্ংরেজি অক্ষর ‘ইউ, এ এবং আর’-এর কিছুটা উঠে গেছে।


প্রকাশিত: নভেম্বর ২০, ২০২৩ | সময়: ৬:১২ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর