সর্বশেষ সংবাদ :

গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের কাব স্কাউট পোশাক,শিক্ষা উপকরণ ও টিফিন বক্স বিতরণ

গোদাগাড়ী প্রতিনিধি:
রাজশাহীর গোদাগাড়ীতে পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে মাঝে কাব স্কাউট পোশাক,শিক্ষা উপকরণ ও টিফিন বক্স বিতরণ হয়েছে। রোববার (১৯ নভেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার ঘনশ্যামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাব স্কাউট ইউনিট লিডার জয়দুল ইসলাম এর নিজস্ব অর্থায়নে স্কাউট সামগ্রীপ্রদান করা হয়। এ সময় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ স্কাউটস,রাজশাহী অঞ্চলের লিডার ট্রেনার প্রতিনিধি সালেহ আহম্মদ (এলটি)। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ স্কাউটস গোদাগাড়ী উপজেলার স্কাউট সম্পাদক আনোয়ারুল ইসলাম (দুলাল)।

 

 

 

 

 

 

 

উপকরণ বিতরণ শেষে ফলজ ও বনজ চারা গাছ লাগানো হয়। ওই বিদ্যালয়ের ২১ জন শিক্ষার্থীকে স্কাউট পোশাক,শিক্ষা উপকরণ ও টিফিন বক্স ও গাছের চারা দেয়া হয়। এ সময় বক্তারা বলেন,এভাবে সমাজের প্রতিটি মানুষ তাদের সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসলে সমাজের অসহায় ও পিছিয়ে পড়া ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের সুনাগরিক হিসেবে গড়ে তোলা সম্ভব।ঝরে পড়া রোধ এবং তাদের বিদ্যালয়মুখী করে প্রাথমিক শিক্ষার কাংখিত লক্ষ্য অর্জন ও কাবিং কার্যক্রমের মাধ্যমে তাদের মধ্যে পরোপকারী মনোভাব গড়ে উঠবে। তবে ই তারা সমাজের ও দেশের আলোকিত অংশ হয়ে উঠবে।

 

 

 

সানশাইন/সোহরাব


প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২৩ | সময়: ৮:৪৫ অপরাহ্ণ | Daily Sunshine

আরও খবর