ভারতীয় দর্শকদের চুপ করিয়ে দিতে চায় অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপে অপ্রতিরোধ্য ছিল স্বাগতিক ভারত। ফাইনালে এই দলটারই মুখোমুখি হবে পাঁচবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। তবে ভুলে গেলে চলবে না স্বাগতিক হওয়ায় কোনওভাবে তৃতীয় শিরোপা জয়ের সুযোগ ভারত ছাড়বে না। তার ওপর কাল সব কিছুই থাকবে অজিদের বিপক্ষে। কন্ডিশন থেকে শুরু করে নরেন্দ্র মোদি স্টেডিয়ামের রেকর্ড ১ লাখ ৩০ হাজার ক্ষমতা সম্পন্ন মাঠটির ভারতীয় দর্শকও এর আওতায় পড়ে। ফলে সব মিলে বিরুদ্ধ এক পরিস্থিতির মধ্যে অজি দল। তার পরেও প্যাট কামিন্সরা চাইছেন, বিশাল সংখ্যক দর্শককে চুপ করার কৌশলে অটল থাকতে।
আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম বিশ্বের সবচেয়ে বেশি দর্শক ধারণক্ষমতা সম্পন্ন। এখন পর্যন্ত টুর্নামেন্টে পুরো মাঠ হয়তো ভরেনি। তবে ফাইনালে স্বাগতিক ভারত থাকায় রবিবার একটি সিটও ফাঁকা থাকবে- এমন সম্ভাবনা ক্ষীণ। এত বিশাল স্টেডিয়ামে ভারতেরই যে বেশি দর্শক থাকবে তা নিয়ে অবগত কামিন্স। এই অবস্থায় কঠিন এই কন্ডিশন গ্রহণ করা ছাড়া কোনও উপায় দেখছেন না অজি অধিনায়ক। ম্যাচের আগে তার কথা, ‘ফাইনালের এমন পরিস্থিতিকে আসলে গ্রহণ করা ছাড়া আর কোনও উপায় নেই। এসবক্ষেত্রে প্রচুর কোলাহল থাকবে এবং অনেক লোক থাকবে আগ্রহ নিয়ে। এসব পরিবেশে আমাদের ভেসে গেলে চলবে না।’
শুরুতে এই ভারতের কাছে অস্ট্রেলিয়া পরাজিত হয়েছে। তার পর ঘুরে দাঁড়িয়ে টানা ৮ জয়ে নিশ্চিত করেছে ফাইনাল। কামিন্স ভালো করেই জানেন, ১০ ম্যাচ জেতা স্বাগতিকদের পক্ষে থাকবে জমজমাট এক স্টেডিয়াম। কিন্তু এই বিশাল সংখ্যক দর্শকদেরই চুপ করিয়ে দেওয়ার লক্ষ্য অজি অধিনায়কের, ‘এখানে যে একপেশে দর্শক উপস্থিত থাকবে তাতে সন্দেহ নেই। তবে বিশাল সংখ্যক এই দর্শকদের চুপ করে দিতে পারার চেয়ে তৃপ্তিময় আর কিছু নেই। কালকে আমাদের সেই লক্ষ্যই থাকবে।’


প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২৩ | সময়: ৬:১০ পূর্বাহ্ণ | সুমন শেখ