আফগানিস্তানের অবিশ্বাস্য জয়ের নায়ক অনেক গর্বিত

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের তিন আসরে টানা ১৪ ম্যাচ হারের পর আফগানিস্তান জয়খরা কাটায়। চলতি আসরে নিজেদের তৃতীয় ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারায়। পাঁচ নম্বর ম্যাচে এসে আরেকটি অঘটনের জন্ম দিলো পাকিস্তানকে হারিয়ে। ম্যাচসেরার পুরস্কার জিতে আফগান ওপেনার ইব্রাহিম জাদরান গর্বিত কণ্ঠে তার অনুভূতি ব্যক্ত করেন।
সোমবার চেন্নাইয়ে ২৮৩ রানের লক্ষ্য ৬ বল হাতে রেখে ছুঁয়েছে আফগানিস্তান। আট ওয়ানডেতে প্রথমবার পাকিস্তানকে হারালো তারা। ম্যাচে জয়ের ভিত গড়ে দিতে বড় অবদান রাখেন ইব্রাহিম। রহমানউল্লাহ গুরবাজের সঙ্গে ওপেনিংয়ে ১৩০ রানের জুটি গড়েন তিনি। করেন ইনিংস সেরা ৮৭ রান। গুরবাজের (৬৫) পর রহমত শাহও (৭৭) হাফ সেঞ্চুরি করে অপরাজিত ছিলেন।
ম্যাচ শেষে ২১ বছর বয়সী ইব্রাহিম বলেছেন, ‘এই ধরনের ইভেন্ট, এটা আমার জন্য অনেক বড়। আমি নিজের ও আমার দেশের জন্য খুবই গর্ববোধ করছি। আমি ইতিবাচক উদ্দেশ্য ও মানসিকতা নিয়ে খেলতে চেয়েছিলাম।’ গুরবাজের সঙ্গে নিজেদের বিশ্বকাপ ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ জুটি গড়েন ইব্রাহিম। দুজনের মধ্যে বোঝাপড়া নিয়ে তিনি বলেছেন, ‘আমি ও গুরবাজ মিলে একসঙ্গে অনেক ভালো জুটি গড়েছি। ১৬ বছর বয়স থেকে আমরা দুজন একসঙ্গে খেলছি। আমাদের মধ্যে সবসময় ভালো বোঝাপড়া। অন্যপ্রান্ত থেকে তার সমর্থন ছিল খুব গুরুত্বপূর্ণ এবং এটা দলকে ভালো মোমেন্টাম এনে দিয়েছে।’
বিশ্বকাপের প্রথম দুটি ম্যাচ জেতা পাকিস্তান টানা তৃতীয় হার দেখলো। অধিনায়ক বাবর আজম বললেন, ‘এটা সত্যিই আমাদের কষ্ট দিয়েছে। আমরা ভালো সংগ্রহ পেয়েছিলাম কিন্তু আমাদের বোলিং প্রত্যাশা পূরণ করতে পারেনি। বিশ্বকাপে আপনাকে তিন বিভাগেই জ্বলে উঠতে হবে এবং আমরা সেটা করিনি। আফগানিস্তান খুব ভালো খেলেছে। কিন্তু আমরা তাদের অনেক রান দিয়েছি এবং এর মাশুল আমাদের দিতে হয়েছে।’


প্রকাশিত: অক্টোবর ২৫, ২০২৩ | সময়: ৬:৩১ পূর্বাহ্ণ | সুমন শেখ