শনিবার, ১৩ই আগস্ট, ২০২২ খ্রিস্টাব্দ, ২৯শে শ্রাবণ, ১৪২৯ বঙ্গাব্দ।
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের ভারত সীমান্ত এলাকার বিভিষণ লালমাটিয়া বাঁধ ভেঙ্গে প্রায় ২ হাজার বিঘা জমির ধান পানি নিচে তলিয়ে গেছে। ধান কাটার এই ভরা মৌসুমে ঢলের পানিতে ধান তলিয়ে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন কৃষকরা।
এর আগে একই ইউনিয়নে উজানের পানিতে কুজাইন বিলের ৩ হাজার বিঘা জমির ধান নিমজ্জিত হয়েছিলো। স্থানীয়রা জানায়, গতকাল উজান থেকে নেমে আসা ঢলে সীমান্তবর্তী বিভিষণ লালমাটিয়া বাঁধের একটি অংশ ভেঙ্গে যায়। এরফলে নতুন করে যশোল, বিভিষিণ ও সিংগাবাদ পাথার এলাকার প্রায় ২ হাজার বিঘিা জমির ধান পানির নিচে তলিয়ে যায়। পানিতে ডুবে যাওয়া ধান কেটে কৃষকরা ঘরে তুলছেন। বাঁধ ভেঙ্গে যাওয়া কাটা ধান ট্রাক্টরে পরিবহন করতে না পেরে কৃষকরা তা নৌকাযোগে নিয়ে আসছেন।
ক’দিন আগে থেকেই লালমাটিয়া বাঁধটি ঝুঁকিপুর্ণ হলেও তা মেরামত করা হয়নি বলে অভিযোগ স্থানীয় কৃষকদের। তবে, গোমস্তাপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান নুহ জানান, তীব্র শ্রোতের কারণে বাঁধটি মেরামত করা যায়নি।
সানশাইন/তৈয়ব