মহাদেবপুরে মহা ধুমধামে পালিত হচ্ছে দুর্গোৎসব 

লিয়াকত আলী, মহাদেবপুর :
মহাদেবপুরে মহা ধুমধামে পালিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব। দুর্গোৎসব উপলক্ষে উপজেলার হিন্দু পল্লীগুলোতে বিরাজ করছে সাজসাজ রব। উপজেলা প্রশাসন ও উপজেলা পূজা উদযাপন কমিটি সূত্রে জানা গেছে উপজেলার ১০টি ইউনিয়নে মোট ১৫৩টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। মহাদেবপুর সদর ইউনিয়নে ২৪টি, হাতুড়ে ৮টি, খাজুরে ১৫টি, চাঁন্দাশে ৮টি, রাইগাঁতে ১৩টি, এনায়েতপুরে ১৫টি, সফাপুরে ১৪টি, উত্তরগ্রামে ২২টি, চোগপুরে ১৬টি, ভীমপুর ইউনিয়নে ১৮টি পুজা মন্ডপে দুর্গোৎসব পারিত হচ্ছে। এর মধ্যে বড় বড় ২১টি মন্ডপ ঝুঁকিপূর্ণ রয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ মো: মোজাফফর হোসেন বলেন, ঝুঁকিপূর্ণ ২১টি মন্ডপসহ সকল মন্ডপের নিরাপত্তার জন্য থানা পুলিশের পক্ষ থেকে নিরাপত্তামূলক সব ধরণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি ১৫৩টি পূজা মন্ডপে ১৬০ জন আনসার সদস্য নিয়োগ প্রদান করা হয়েছে। এছাড়াও ১০টি ইউনিয়নে ৩০ জন ট্যাগ অফিসার নিয়োগ দান করা হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অফিসে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে।

 

উপজেলা নির্বাহী অফিসার মো: কামরুল হাসান সোহাগ বলেন, পূজা কমিটি এবং এলাকার সুধিজনদের নিয়ে দফায় দফায় বৈঠক করে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব পালনের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরণের সহযোগিতা প্রদান করা হচ্ছে। এ খবর লেখার সময় সোমবার দুপুর পর্যন্ত উপজেলার কোথায় কোন অপৃতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। বিকেল এবং রাত টুকু পার হলেই মঙ্গলবারে আত্রাই নদীতে প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের মহা দুর্গোৎসব। এ উপলক্ষে সকাল থেকে সন্ধ্যা অবদি চলবে আত্রাই নদীর দুই তীরে গ্রামীণ মেলা।

সানশাইন/শামি


প্রকাশিত: অক্টোবর ২৩, ২০২৩ | সময়: ৭:০১ অপরাহ্ণ | Daily Sunshine