রাজশাহী বিভাগের ৮ টি জেলায় এসএসসির প্রথম দিনে মোট ১ হাজার ৭২০ জন শিক্ষার্থী পরীক্ষায় অনুপস্থিত

স্টাফ রিপোর্টার:

রাজশাহী বিভাগের ৮ টি জেলায় এসএসসির প্রথম দিনে মোট ১ হাজার ৭২০ জন শিক্ষার্থী পরীক্ষায় অনুপস্থিত ছিলেন। রাজশাহী শিক্ষা বোর্ডের দেওয়া তথ্যে এমনটাই দেখা গেছে। পরীক্ষায় কোন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়নি। প্রথম দিন বাংলা প্রথম পত্র পরীক্ষায় ১ লাখ ৮৩ হাজার ২০৪ জন শিক্ষার্থীর মধ্যে অংশ নেয় ১ লাখ ৮১ হাজার ৪৪৮ জন।

 

 

 

রাজশাহী জেলায় ২৮ হাজার ৭২২ জন এসএসসি পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিলেন ২৯৫ জন। চাঁপাইনবাবগঞ্জে ১৪ হাজার ৪৯৪ জন এসএসসি পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিলেন ১৫৭ জন। নাটোরে ১৬ হাজার ১০৩ জন এসএসসি পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিলেন ১৮২ জন। নওগাঁয় ২২ হাজার ৭৩১ জন এসএসসি পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিলেন ২২৫ জন। পাবনায় ১৬ হাজার ৯৯৪ জন এসএসসি পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিলেন ২৭৬ জন। সিরাজগঞ্জে ৩৩ হাজার ১৬৫ জন এসএসসি পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিলেন ২৮০ জন। বগুড়ায় ৩২ হাজার ৪৫৯ জন এসএসসি পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিলেন ২৩৬ জন এবং জয়পুরহাট জেলায় ৮ হাজার ৫৩৬ জন এসএসসি পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিলেন ৬৯ জন।

 

 

 

 

এদিকে রাজশাহীর এসএসসি পরীক্ষার কেন্দ্রগুলো পরিদর্শন করেছেন জেলা প্রশাসক শামীম আহমেদ। এসময় তার সাথে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)। রবিবার বেলা ১১ টায় তিনি রাজশাহী নগরীর লক্ষীপুরে অবস্থিত লক্ষীপুর বালিকা বালিকা বিদ্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে মত বিনিময় কনের। তিনি জানান, রাজশাহীর কেন্দ্রগুলোতে শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করছে। শিক্ষার্থীরা সুন্দর পরিবেশে পরীক্ষা দিচ্ছেন। প্রশ্নপত্র ফাঁস হবার কোন সুযোগ নেই। কোথাও কোন খবর পেলে সাথে সাথে ব্যবস্থা গ্রহণ করা হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো নগজদারিতে রয়েছে। তিনি আরও জানান, সরকারি নির্দেশনা অনুসারে এসএসসি পরীক্ষা চলাকালীন কোচিং বা প্রাইভেট সেন্টার বন্ধ থাকবে। কোথাও কোন কোচিং সেন্টার খোলা থাকার খবর পেলে সাথে সাথেই ব্যবস্থা নেয়া হবে।

 

সানশাইন/সোহরাব


প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২৩ | সময়: ৮:৩৫ অপরাহ্ণ | Daily Sunshine