রবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির নির্বাচনী পরীক্ষা চলাকালে ছাত্রকর্তৃক এক শিক্ষককে মারধরের ঘটনার প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে শিক্ষক ও শিক্ষার্থীরা।
সোমবার সকালে রাজশাহী সিরোইল সরকারি উচ্চ বিদ্যালয় ও রাজশাহী কলেজিয়েট স্কুলের সামনে শিক্ষক-শিক্ষার্থীরা এই মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধন থেকে শিক্ষকরা চুয়াডাঙ্গা ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র সাইফুল আমিন শীর্ষের শাস্তি দাবি করেন। এছাড়াও শিক্ষক নিরাপত্তা আইন ও শিক্ষা ব্যবস্থায় শিক্ষকদের শাসন ক্ষমতা প্রদানের দাবি জানান।