সর্বশেষ সংবাদ :

রাজশাহীতে প্লাস্টিকের বদনাভর্তি পিকআপে ৩৬ কেজি গাঁজার চালানসহ গ্রেফতার ৩

স্টাফ রিপোর্টার : পিকআপ ভ্যানভর্তি প্লাস্টিকের বদনার ভেতরে করে পাচারের সময় ৩৬ কেজি গাজাসহ তিনজনকে গ্রেফতার করেছে রাজশাহীর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা। রবিবার ভোরে রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর বাজার থেকে গাঁজার এ চালাল জব্দ করা হয়। একইসঙ্গে তাদের ব্যবহৃত পিকআপটিও জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, কুড়িগ্রাম জেলার আমজাদ হোসেন, ইসমাইল হোসেন এবং আনিছুর রহমান। চারমাস আগে আমজাদ ও ইসমাইল হোসেন ১০৫ কেজি গাঁজাসহ গ্রেফতার হয়েছিলো। জামিনে বেরিয়ে আবারো গাজাকান্ডে তারা জড়িয়ে পড়ে।
রাজশাহীর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপপরিচালক (গোয়েন্দা) জিল্লুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পেরে সকালে পুঠিয়া উপজেলার বানেশ্বর বাজারে তাদের টিম অবস্থান নেয়। এসময় একটি পিকআপ ভ্যানের গতি রোধ করে সেটি তল্লাশি করা হয়। ওই ভ্যানের মধ্যে রাখা ছিল প্লাস্টিকের বদনা। তার নিচে কৌশলে লুকানো ছিল ৩৬ কেজি গাঁজা। আটক তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর মামলা দায়ের করেছে।


প্রকাশিত: অক্টোবর ৯, ২০২৩ | সময়: ৬:৪৩ পূর্বাহ্ণ | সুমন শেখ