সর্বশেষ সংবাদ :

বাল্যবিয়ে থেকে রক্ষা পাওয়া ছাত্রীকে বই উপহার দিলেন ইউএনও

স্টাফ রিপোর্টার, বাগমারা: বাল্য বিয়ে থেকে রক্ষা পাওয়া সাইপাড়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণি পড়ুয়া ছাত্রী সাথী আক্তারকে বই উপহার দিয়েছেন বাগমারার ইউএনও আবু সুফিয়ান।
জানা গেছে, বুধবার সাইপাড়া গ্রামের সাইপাড়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণি পড়ুয়া ছাত্রী সাথী আক্তারের অমতে জোর পূর্বক বাল্য বিয়ের আযোজন করা হয়। বিষয়টি জানতে পেরে তার সহপাঠিরা স্কুলের যৌন হয়রানী কমিটির কাছে অভিযোগ দেয়। পরে এই কমিটির মাধ্যমে অভিযোগটি স্থানীয় ব্র্যাক অফিসে জানানো হয়।
ওইদিন ব্র্যাকের প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তা মিজানুর রহমান পারভেজ বিষয়টি ইউএনওকে অবহিত করলে ইউএনও তাৎক্ষনিক উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খন্দকার মাকাম্মাম মাহমুদাকে বাল্য বিয়ে বন্ধের ব্যবস্থা নিতে বলেন। পরে মহিলা বিষয়ক কর্মকর্তা বাল্য বিয়ের শিকার সাথী আক্তার ও তার পরিবারকে নিয়ে ইউএনও কার্যালয়ে উপস্থিত হন।
এ সময় সাথী আক্তারের পরিবার বাল্য বিয়ের মত একটি আত্মঘাতী পদক্ষেপ নেওয়ায় ভুল বুঝতে পেরে ইউএনও’র কাছে অনুতপ্ত হয়ে ক্ষমা প্রার্থনা করেন। ইউএনও তাদের ভবিষ্যতে বাল্য বিয়ে না করার শপথ করান এবং সাথী আক্তারকে বই উপহার দেন।


প্রকাশিত: অক্টোবর ৬, ২০২৩ | সময়: ৫:৫৮ পূর্বাহ্ণ | সুমন শেখ