নিয়ামতপুরে বিনামূল্যে গ্রীষ্মকালীন পেঁয়াজ বীজ বিতরণ

নিয়ামতপুর প্রতিনিধি:
নওগাঁর নিয়ামতপুরে ২০২৩-২৪ অর্থ বছরে খরিপ মৌসুমে প্রণোদনার আওতায় গ্রীষ্মকালীন পেঁয়াজ আবাদ বৃদ্ধির জন্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, রাসায়নিক সার ও অন্যান্য উপকরণ বিতরণ করা হয়েছে। বুধবার (০৪ অক্টোবর) সকাল ১১ টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এসব বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমতিয়াজ মোরশেদ সভাপতিত্বে সার বীজ বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ফরিদ আহমেদ।

 

 

 

 

 

এসময় উপস্থিত ছিলেন শ্রীমন্তপুর ইউপির চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা শফিউল আলম, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জনি আহমেদ, উপসহকারী কৃষি কর্মকর্তা নজরুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে পেঁয়াজ প্রণোদনার আওতায় উপজেলার বিভিন্ন এলাকার ৩৫ জন কৃষককে ১ কেজি করে পেঁয়াজ বীজ, ২০ কেজি করে ডিএপি, ২০ কেজি করে এমওপি, বালাইনাশক ২ প্যাকেট, লাইলন সুতলী আধাঁ কেজি, পলিথিন ১ রোল, জমি প্রস্তত ও বাঁশ বাবদ ২ হাজার ৮০০ টাকা বিকাশ অ্যাপসের মাধ্যমে দেওয়া হবে।

 

 

 

 

সানশাইন/সোহরাব


প্রকাশিত: অক্টোবর ৪, ২০২৩ | সময়: ৬:২৯ অপরাহ্ণ | Daily Sunshine