সর্বশেষ সংবাদ :

ঈশ্বরদীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

ঈশ্বরদী প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে ট্রেনে কাটা পড়ে অঞ্জন কুমার সাহা (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার ভোরে ঈশ্বরদী রেলগেটের দক্ষিণ ইয়ার্ডে রেললাইনে কাটা পড়ে বলে জানা গেছে। নিহত অঞ্জন সাহা ঈশ্বরদী পৌর সভার পিয়ারাখালী জামতলা এলাকার অনন্ত কুমার সাহার ছেলে।
স্থানীয়রা জানান, অঞ্জন বেশ কয়েক বছর ধরে প্রবাসে ছিলেন। গত সপ্তাহে তিনি সিঙ্গাপুর থেকে দেশে আসেন। তবে শারীরিক ও মানুষিকভাবে তিনি সুস্থ ছিলেন না বলেও জানান তারা।
ঈশ্বরদী রেলওয়ে থানার (জি আর পি) ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান জানান, ট্রেনে কাটা পড়ে মৃত্যুর খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য লাশ পাবনা জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
কি কারণে ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে জানা না গেলেও ময়না তদন্তের রিপোর্ট পেলে প্রকৃত কারণ জানা যাবে। এবিষয়ে একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে বলেও জানান তিনি।


প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২৪ | সময়: ৫:৪৯ পূর্বাহ্ণ | সুমন শেখ