কাজীপুরে অনলাইন জুয়ার এজেন্টসহ ছয়জন গ্রেপ্তার

তাড়াশ প্রতিনিধি: বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২’র সদর কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার কাজিপুর থানাধীন গোদাগাড়ী গাড়াবেড় গ্রামস্থ আশাদুল ইসলামের বসতবাড়ির পশ্চিম দুয়ারী টিনের ঘরের ভিতরে, অভিযান চালিয়ে ভার্চুয়াল বেটিং জুয়ার সাইট ক্যাসিনো পরিচালনাকারী একটি সংঘবদ্ধ দেশী অনলাইন জুয়াড়ীচক্রের এজেন্টসহ ৬ জনকে গ্রেফতার করে। এছাড়াও অনলাইন জুয়ার কাজে ব্যবহৃত ১৭ টি মোবাইল ফোন জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, রবিউল হাসান (২১), ফেরদৌস আলী (২৭), রায়হান কবির (২৮), সুইট রেজা (২৬), ইলিয়াস উদ্দিন (৩৬)। এরা সকলেই সিরাজগঞ্জের কাজিপুরের বাসিন্দা।
অনলাইন জুয়ার সাইটের মাধ্যমে এসব জুয়াড়ীরা ভার্চুয়াল কারেন্সী সরবরাহ করতো বিনিময়ে তারা বিভিন্ন মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠানকে ব্যবহার করে থাকে। ধারণা করা হচ্ছে প্রতি মাসে এই চক্র কোটি কোটি টাকা বিদেশে পাচার করে আসছে।
আসামীদের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার কাজিপুর থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।


প্রকাশিত: সেপ্টেম্বর ৮, ২০২৩ | সময়: ৬:২৯ পূর্বাহ্ণ | সুমন শেখ