মঙ্গলবার, ১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ।
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে বন্যার পানিতে ডুবে অভিমুন্ডু হালদার (৩) এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার শাহাগোলা ইউনিয়নের ভবানীপুর পালপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ওই শিশু উপজেলার ওই গ্রামের প্রনব হালদারের ছেলে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, সকাল থেকেই পরিবারের লোকজন বাড়ির কাজকর্ম নিয়ে ব্যস্ত ছিলেন। বেলা সাড়ে ১১টার দিকে বাড়ির পাশে উঠানে খেলা করছিল অভিমুন্ডু। হঠাৎ করে খেলতে খেলতে বাড়ির পাশে বন্যার পানিতে পড়ে যায়। পরে পরিবারের লোকজন তাকে দেখতে না পেয়ে খোঁজাখুজি করতে থাকলে এক পর্যায়ে বাড়ির পাশেই বন্যার পানিতে অভিমুন্ডুকে ভাসতে দেখে। পরে তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে তারা তাকে মৃত ঘোষণা করেন।
আত্রাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুর রহমান সরকার নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।