বৈরী আবহাওয়ায় স্থবির হয়ে পড়েছে হিলি বন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম 

হিলি প্রতিনিধি :
হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পণ্য আমদানি স্বাভাবিক থাকলেও বৈরী আবহাওয়ার কারণে কমেছে আমদানিকৃত পণবাহী গাড়ীর সংখ্যা। বন্দরে পেঁয়াজ, আদা,রসুনসহ কাঁচা পণ্যবাহী ট্রাকগুলি শেডের নিচে অবস্থান করছে। গুঁড়ি গুঁড়ি বৃস্টির কারণে বহিরাগত পাইকারদের উপস্থিতি নেই বললেই চলে বন্দরে। ফলে আমদানিকৃত পণ্যগুলি বন্দরে অবিক্রিত থেকে যাচ্ছে। পাইকাররা বন্দরে না আসায় আমদানিকারকদের প্রতিনিধিদেরও দেখা যাচ্ছে বন্দরের ভেতর।

 

ব্যবসায়ীরা জানান, আমদানি স্বাভাবিক রয়েছে তবে বৈরী আবহাওয়ায় দেখা দিয়েছে ক্রেতা সঙ্কট, বেচা বিক্রি নেই বললেই চলে। দুই একজন পাইকার পণ্য কিনতে আসলে ত্রিপল ব্যবহার করে লোড আনলোড কার্যক্রম চলছে। আবহাওয়ার এমন পরিস্থিতিতে বন্দর সংশ্লিস্ট লেবাররা কর্মহীন হয়ে পড়েছে। আবহাওয়া স্বাভাবিক হলে পূর্বের ন্যায় ব্যবসা বানিজ্য করতে পারবেন বলে আশা করছেন ব্যবসায়ীরা।

সানশাইন / শামি


প্রকাশিত: ডিসেম্বর ৭, ২০২৩ | সময়: ৮:২৯ অপরাহ্ণ | Daily Sunshine

আরও খবর