চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় আব্দুল বারেক (২৫) নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১ বছরের কারাদণ্ড প্রদান করেন। রবিবার (২৪ সেপ্টেম্বর) বিকালে চাঁপাইনবাবগঞ্জের সিনিয়র দায়রা জজ মোহা. আদীব আলী আসামীর অনুপস্থিতে এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আঃ বারেক চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার বালুবাগানের মৃত গাফফারের ছেলে।

 

 

 

রাষ্ট্রপক্ষের আইনজীবী নাজমুল আজম জানান, ২০২১ সালের ৯ ফেব্রুয়ারি গোপন সংবাদের ভিত্তিতে বিকালে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার নয়লাভাঙ্গা ইউনিয়নের নিচুধুমি এলাকায় অভিযান চালায় র‍্যাব। এ সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে একজন পালানোর সময় ১৯৬ পিস বুপ্রেনরফিন ইনজেকশনসহ আঃ বারেককে আটক করা হয়। ওই দিন র‍্যাবের এসআই আকরামুল হক বাদী হয়ে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার এসআই মোঃ নুরুল ইসলাম তদন্ত শেষে ২০২১ সালের ২৮ ফেব্রুয়ারি আব্দুল বারেককে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলার দীর্ঘ শুনানী ও সাক্ষগ্রহণ শেষে আদালতের বিচারক এই দন্ডাদেশ প্রদান করেন।

সানশাইন/সোহরাব


প্রকাশিত: সেপ্টেম্বর ২৪, ২০২৩ | সময়: ৭:২৭ অপরাহ্ণ | Daily Sunshine