সর্বশেষ সংবাদ :

গণসংহতি আন্দোলনের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা

স্টাফ রিপোর্টার: গণসংহতি আন্দোলনের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৪টায় রাজশাহী সাংবাদিক ইউনিয়ন মিলনায়তনে (নগর ভবনের পাশে) গণসংহতি আন্দোলন রাজশাহী জেলার উদ্যোগে আলোচনা সভা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
গণসংহতি আন্দোলনের রাজশাহী জেলা সমন্বয়কারী অ্যাডভোকেট মুরাদ মোর্শেদের সভাপতিত্বে ও মহানগর কমিটির সম্পাদক নাদিম সিনার সঞ্চালনায় সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল, রাজশাহীর সাবেক মেয়র, বিএনপি কেন্দ্রীয় নেতা মোসাদ্দেক হোসেন বুলবুল, রাষ্ট্র সংস্কার আন্দোলন রাজশাহী জেলা সমন্বয়কারী মাহমুদ জামাল কাদেরী, জেএসডি রাজশাহী জেলার সাধারণ সম্পাদক মারুফ আহমেদ পিকু, গণসংহতি আন্দোলন রাজশাহী জেলার সদস্য সচিব জুয়েল রানা, রাজশাহী মহানগর শাখার আহ্বায়ক হাসিব রেজা, নাচোল উপজেলার সংগঠক রন্জু আহমেদ।
গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল বলেন, বর্তমান বাংলাদেশ দাঁড়িয়ে আছে চরম বিচারহীনতার মধ্যে। সারাদেশকে আজ কারাগারে রূপান্তর করা হয়েছে। দেশের কারাগার গুলো তার ধারণ ক্ষমতা অতিক্রম করেছে, এ অবস্থা বাস্তবায়নের মধ্য দিয়ে এই সরকার আইনের শাসনের বদলে শাসনের আইন কায়েম করেছে।
গণসংহতি আন্দোলনের ২১ তম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে বক্তারা বলেন, ২০০২ সালের ২৯ আগস্ট গণমানুষের রাজনৈতিক শক্তি গড়ে তোলার দৃঢ় প্রত্যয় নিয়ে গণসংহতি আন্দোলন গড়ে উঠে। বিভিন্ন গণমুখী দাবিতে নিয়মিত আন্দোলন—সংগ্রামসহ বর্তমানে চলমান ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় ৩১ দফার ভিত্তিতে রাষ্ট্রব্যবস্থা সংস্কার কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে ১ দফার ভিত্তিতে গণআন্দোলন গড়ে তোলার আহবান জানান বক্তারা।


প্রকাশিত: সেপ্টেম্বর ২৩, ২০২৩ | সময়: ৪:৫৯ পূর্বাহ্ণ | সুমন শেখ