সর্বশেষ সংবাদ :

ভবিষ্যৎ প্রজন্মকে ভালো রাখতে হলে নৌকায় ভোট দিতে হবে: এমপি আয়েন

স্টাফ রিপোর্টার: রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন বলেছেন, “আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ভালো রাখতে হলে নৌকায় ভোট দিতে হবে। নৌকায় ভোট দিলে দেশের উন্নয়ন হয়, দেশের জনগণ শান্তিতে থাকতে পারে। শেখ হাসিনার সরকার ধারাবাহিক ক্ষমতায় থাকার ফলে উন্নয়ন দৃশ্যমান হয়েছে। দেশের অসহায় দরিদ্র জনগণ ভাতা পায়। কিন্তু মাঝখানে করোনা ভাইরাস আসায় দেশের ধারাবাহিক উন্নয়ন কিছুটা ধীরগতির হয়ে যায় তার কারণ হচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশরন্ত শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন আগে দেশের জনগণকে বাঁচাতে হবে। পবার হুজুরীপাড়া ইউনিয়নে ১নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের উঠান বৈঠক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন এরআগে দেখা গেছে, জামায়াত-বিএনপি জোট সরকার ২০০১ সালে এসে গ্রামীণ মানুষের স্বাস্থ্য সেবার একমাত্র ভরসা কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দেয়। আবারো সরকারে আসলে বই বিতরণ বন্ধ হয়ে যাবে। সামাজিক নিরাপত্তার বিভিন্ন খাতের অনুদান বন্ধ হয়ে যাবে।
মঙ্গলবার ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুল আজিজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রবিউল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পবা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আরজিয়া বেগম, হুজুরীপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি লুৎফর রহমান, সাধারণ সম্পাদক মাসুদুর রহমান, পবা উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ইকবাল আহমেদ, হুজুরীপাড়া ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম।


প্রকাশিত: সেপ্টেম্বর ২০, ২০২৩ | সময়: ৫:০৫ পূর্বাহ্ণ | সুমন শেখ