সর্বশেষ সংবাদ :

মৃদঙ্গ সাহিত্য উৎসব ২২ সেপ্টেম্বর

স্টাফ রিপোর্টার: কামরুল বাহার আরিফ সম্পাদিত ছোটকাগজ মৃদঙ্গ-এর উদ্যোগে আগামী ২২ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে মৃদঙ্গ সাহিত্য উৎসব ২০২৩। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই উৎসব অনুষ্ঠিত হবে।
মৃদঙ্গ উৎসব কমিটি-২০২৩’র প্রস্তাব মোতাবেক সাহিত্য-সাংবাদিকতায় বিশেষ অবদান রাখার জন্য তিনটি শাখায় মৃদঙ্গ সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত গৃহিত হয়েছে। এগুলো হলো: কবিতা, কথাসাহিত্য ও সাংবাদিকতা।
গত ৯ সেপ্টেম্বর সভায় প্রস্তাবিত একাধিক নাম থেকে বিভিন্ন দিক বিশ্লেষণ করে সর্বসম্মতিক্রমে কবিতায় জাকির জাফরান, কথাসাহিত্যে সেলিম মোরশেদ ও সাংবাদিকতায় শিবলী নোমান-এর নাম চূড়ান্ত ঘোষণা করা হয়। উৎসব কমিটি মনে করে প্রস্তাবিত সকলেই সম্মাননা পাওয়ার যোগ্য এবং বাংলা সাহিত্য ও সাংবাদিকতায় তাঁরা সকলেই বিশেষ অবদান রেখে চলেছেন। আগামী ২২ সেপ্টেম্বর দিনব্যাপী মৃদঙ্গ সাহিত্য উৎসব-২০২৩-এ কবি জাকির জাফরান, কথাশিল্পী সেলিম মোরশেদ ও সাংবাদিক শিবলী নোমানকে মৃদঙ্গ সম্মাননায় ভূষিত করা হবে।
উৎসবের আহবায়ক ও মৃদঙ্গ সম্পাদক কামরুল বাহার আরিফ বলেন, যারা বাংলা সাহিত্যে ও সাংবাদিকতায় নিবেদিত প্রাণ হিসেবে নিরন্তর কাজ করে চলেছেন, তাদের অনুপ্রেরণা ও স্বীকৃতি দিতেই এই উৎসব ও সম্মাননা প্রদানের সিদ্ধান্ত নেয়া হয়েছে।


প্রকাশিত: সেপ্টেম্বর ১২, ২০২৩ | সময়: ৫:০২ পূর্বাহ্ণ | সুমন শেখ