পুলিশ সেজে চাঁদাবাজির সময় তানোরে ৩ জন গ্রেফতার

স্টাফ রিপোর্টার, তানোর : রাজশাহীর তানোরে পুলিশ সেজে চাঁদাবাজির সময় তিন প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে উপজেলার বাধাইড় ইউনিয়নের শিবপুর দিয়ারা পাড়ায় ও আদিবাসি পাড়ায় গিয়ে পুলিশের পরিচয় দিয়ে হ্যান্ডকাফ দেখিয়ে লোকজনদের ভয় দেখিয়ে টাকা আদায় করছিলো।
এরা হলো, তানোর পৌর এলাকার মাসিন্দা গ্রামের আসাদুলের পুত্র রাকিব হোসেন (৩০), তালন্দ ইউনিয়নের আড়াদিঘী গ্রামের তোফাজ্জল হোসেনের পুত্র তৌহিদুল ইসলাম (২৫) ও একই ইউনিয়নের দেবিপুর গ্রামের মহসিন সরকারের পুত্র মুন্না সরকার (২৩)। এদের কাছ থেকে পুলিশের ভুয়া আইডিকার্ড, হ্যান্ডকাফ ও একটি সিএনজি জব্দ করেছে পুলিশ।
পুলিশ জানায়, চাঁদাবাজির সময় তাদের গতিবিধি সন্দেহ হলে স্থানীয় লোকজন তানোর থানার ওসিকে ফোন করে বিষয়টি জানান। ওসি ওই রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৩ জনকে আটক করে। এ বিষয়ে মুন্ডুমালা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মোজাহারুল ইসলাম বাদি হয়ে থানায় মামলা করেছেন। শনিবার সকালে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।
তানোর থানার ওসি আব্দুর রহিম বলেন, আটককৃত ৩ জন পুলিশ সেজে আদিবাসি পাড়ায় গিয়ে ভয়ভিতি দেখিয়ে টাকা আদায় করছিলো। এসময় পুলিশ গিয়ে তাদের আটক করে।


প্রকাশিত: সেপ্টেম্বর ১০, ২০২৩ | সময়: ৬:৩৪ পূর্বাহ্ণ | সুমন শেখ