সর্বশেষ সংবাদ :

মান্দায় তুচ্ছ ঘটনায় সংঘর্ষে আহত চার

মান্দা প্রতিনিধি: নওগাঁর মান্দায় ছোট্ট একটি পেয়ারার গাছ ভেঙে ফেলাকে কেন্দ্র করে উভয়পক্ষের সংঘর্ষে চারজন আহত হয়েছেন। শনিবার সকালে উপজেলার ভালাইন ইউনিয়নের গাংতা দক্ষিণপাড়া গ্রামে সংঘর্ষের এ ঘটনা ঘটে।
সংঘর্ষে আহতরা হলেন, আব্দুল মান্নান (৫০), দেলোয়ার হোসেন (৩২), ইয়াকুব মোল্লা (৬০) ও আতবি বেগম (৫৫)। আহতরা মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।
চিকিৎসাধীন আব্দুল মান্নান বলেন, ‘জমিজমা নিয়ে প্রতিপক্ষ দেলোয়ার হোসেন গংদের সঙ্গে আমাদের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এসব বিষয় নিয়ে আমাদের বিরুদ্ধে একাধিক মামলাও করেছে প্রতিপক্ষরা।’
আহত আব্দুল মান্নান আরও বলেন, ‘প্রতিপক্ষ দেলোয়ার হোসেনের বাড়ির উঠানো লাগানো ছোট্ট একটি পেয়ারার গাছ কে বা কারা ভেঙে দিয়েছে। গাছটি আমরা ভেঙে ফেলেছি এমন অভিযোগ তুলে তারা অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। এনিয়ে বাগ্বিতণ্ডার এক পর্যায়ে উভয় পরিবারের লোকজনদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।’
প্রতিপক্ষের দেলোয়ার হোসেন অভিযোগ করে বলেন, ‘দীর্ঘদিন ধরে আব্দুল মান্নান গংরা আমাদের ক্ষতিসাধনের চেষ্টা করে আসছে। জের ধরে শুক্রবার রাতে পেয়ারার গাছটি ভেঙে আমাদের ক্ষতি করা হয়েছে। এসব কথা বলায় তাদের সঙ্গে আমাদের সংঘর্ষ হয়েছে।’
এ প্রসঙ্গে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী বলেন, ‘ঘটনায় আব্দুল মান্নান পক্ষের একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’


প্রকাশিত: সেপ্টেম্বর ৩, ২০২৩ | সময়: ৫:৫৬ পূর্বাহ্ণ | সুমন শেখ