সর্বশেষ সংবাদ :

এটা ৩০০ রানের উইকেট নয় তবে ২২০-২৩০ করা উচিত ছিল: সাকিব

স্পোর্টস ডেস্ক: এশিয়া কাপে বাংলাদেশের উদ্বোধনী ম্যাচটা ছিল পাল্লেকেলেতে। উইকেট ঠিক ব্যাটিং স্বর্গ ছিল না। বাংলাদেশ মাত্র ১৬৪ রানে গুটিয়ে যায়। জবাব দিতে নেমে বড় বিপদে পড়েছিল শ্রীলঙ্কাও। শেষ পর্যন্ত তারা ৫ উইকেটে ম্যাচটি জিতলেও ১৬৫ করতে খেলেছে ৩৯ ওভার।
বোঝাই যাচ্ছে, বাংলাদেশের বোর্ডে আর কিছু রান থাকলে ম্যাচের ফল ভিন্ন হতে পারতো। বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানও মনে করছেন তেমনটাই। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে টাইগার দলপতি বলেছেন, ‘এটা ৩০০ রান করার উইকেট নয়, তবে আমাদের ২২০-২৩০ রান করা উচিত ছিল।’
তামিম ইকবাল, লিটন দাসের মতো তারকাদের অনুপস্থিতিতে ব্যাট হাতে তার নিজের দায়িত্ব নেওয়া উচিত ছিল বলে মেনে নিয়েছেন সাকিব। তবে ম্যাচ হারের জন্য দলের বাকি ব্যাটারদের ব্যর্থতাকেও দায়ী করলেন বাংলাদেশ দলনায়ক।
সাকিব বলেন, ‘হ্যাঁ, ব্যাটিংয়ে আমার উপর বাড়তি দায়িত্ব ছিল। আমি সেটা পালন করতে পারিনি। তবে সার্বিকভাবে আমাদের ব্যাটিং মোটেও ভালো হয়নি। সামনে আরও একটা বড় ম্যাচ রয়েছে।’ শ্রীলঙ্কা ম্যাচে নিজেদের বোলিং পারফরম্যান্স নিয়ে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘যখন ওরা (শ্রীলঙ্কা) ৩০ রানে ৩ উইকেট হারিয়ে বসে (আসলে ৪৩ রানে), আমরা জানতাম যে, আমাদের আরও গোটা দুয়েক উইকেটের দরকার ছিল। দুর্ভাগ্যের বিষয় হল, আমরা তা তুলে নিতে পারিনি। বোলাররা, বিশেষ করে স্পিনাররা বেশ কিছুদিন ধরেই নিজেদের কাজ যথাযথ করে চলেছে। তবে আমাদের হাতে পর্যাপ্ত রান ছিল না।’


প্রকাশিত: সেপ্টেম্বর ২, ২০২৩ | সময়: ৫:৫৫ পূর্বাহ্ণ | সুমন শেখ