কোরিয়া যাচ্ছে টেবিল টেনিস দল

স্পোর্টস ডেস্ক: এশিয়ান চ্যাম্পিয়নশিপে অংশ নিতে শুক্রবার দক্ষিণ কোরিয়া যাবে বাংলাদেশ দল টেবিল টেনিস দল। প্রতিযোগিতার ২৬তম আসর বসবে ৩ থেকে ১০ সেপ্টেম্বর। এবারের চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের ৮ খেলোয়াড় অংশ নেবেন। এর মধ্যে চারজন পুরুষ ও চারজন নারী খেলোয়াড়।
পুরুষ খেলোয়াড়রা হচ্ছেন-মুহতাসিম আহমেদ হৃদয়, রামহিম লিয়ন বম, ইমরুল কায়েস ইমন ও নাফিজ ইকবাল । চার নারী খেলোয়াড় হচ্ছেন-সোনাম সুলতানা সোমা, সাদিয়া রহমান মৌ, রহিমা আক্তার ও খৈ খৈ সাই মারমা।
দল নির্বাচন জাতীয় র্যাংকিংয়ের ভিত্তিতে করা হয়েছে বলে জানান কোচ মোহাম্মদ আলী, ‘পুরুষ ও নারী উভয় ক্ষেত্রেই র্যাংকিংয়ের সেরা তিনজন জায়গা পেয়েছেন। এছাড়া গত যুব গেমস চ্যাম্পিয়ন নাফিজ ইকবাল ও খৈ খৈ মারমাকে এশিয়ান টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপের দলে অন্তর্ভুক্ত করা হয়েছে চতুর্থ খেলোয়াড় হিসাবে। মূল দলের সাথে জুনিয়র খেলোয়াড় হিসেবে সুযোগ দেওয়া হয়েছে তাদের।’ চ্যাম্পিয়নশিপের ৭ ইভেন্টের সবগুলোতেই অংশ নেবে বাংলাদেশ। ইভেন্টগুলো হচ্ছে-পুরুষ দলগত, নারী দলগত, পুরুষ একক, নারী একক, পুরুষ দ্বৈত, নারী দ্বৈত ও মিশ্র দ্বৈত।


প্রকাশিত: আগস্ট ২৯, ২০২৩ | সময়: ৪:৫৬ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর