এশিয়া কাপ ক্রিকেট শ্রীলঙ্কা পৌঁছে গেছে টিম বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: এশিয়া কাপ খেলতে বাংলাদেশ জাতীয় দল এখন শ্রীলঙ্কায়। রোববার লঙ্কান সময় বিকেল সাড়ে ৩টা (বাংলাদেশে তখন ৪ টা) নাগাদ শ্রীলঙ্কা পৌঁছেছে বাংলাদেশ। শ্রীলঙ্কান এয়ারওয়েজের ঢাকা-কলম্বো ফ্লাইট কলম্বো বিমানবন্দরের রানওয়ে স্পর্শ করে।
বাংলাদেশ সময় দুপুর ১২টা ৫৫ মিনিটে কলম্বোর উদ্দেশ্যে উড়ে যাওয়া বাংলাদেশ জাতীয় দল শ্রীলঙ্কার রাজধানী পৌঁছেই টিম বাসে পাল্লেকেল্লের উদ্দেশ্যে যাত্রা করেছে। বাসযোগে কলম্বো থেকে পাল্লেকেল্লে প্রায় তিন ঘণ্টার পথ। জাগো নিউজকে এসব তথ্য জানিয়েছেন বাংলাদেশ দলের মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম।
বাসযোগে টিম হোটেলে চেকইনের পর আজ ২৮ আগস্ট শ্রীলঙ্কার মাটিতে টাইগারদের প্রথম টিম প্র্যাকটিস। উল্লেখ্য, পুরো বহর কলম্বো গেলেও ১৭ জনের বাংলাদেশ স্কোয়াডের দুজন আজ কলম্বো যেতে পারেননি। জ্বরের কারণে দলের সঙ্গী হতে পারেননি লিটন দাস। এছাড়া পেসার এবাদতের জায়গায় দলে আসা তানজিম সাকিবও রোববার দুপুরের ফ্লাইট ধরতে পারেননি। জানা গেছে, তিনি কলম্বো যাবেন আগামীকাল সোমবার। ওপেনার লিটন দাস জ্বর ভালো হলে তারপর যাবেন বলে জানা গেছে।


প্রকাশিত: আগস্ট ২৮, ২০২৩ | সময়: ৪:৪৮ পূর্বাহ্ণ | সুমন শেখ