বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সপ্তাহব্যাপী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সপ্তাহব্যাপী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। এ টুর্নামেন্টে বিভাগের বিভিন্ন সেমিস্টারের ও সেকশন থেকে মোট ১৬ টি দল অংশগ্রহণ করে। নকআউট পদ্ধতিতে প্রথম রাউন্ডের খেলা অনুষ্ঠিত হয়। প্রথম রাউন্ডের খেলায় বিজয়ী আটটি দল কোয়ার্টার ফাইনাল খেলে। তা থেকে চারটি দল পরবর্তী সেমিফাইনালে অংশ নেয়। চরম প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ ও শ্বাসরুদ্ধকর সেমিফাইনাল শেষে ষষ্ঠ ও সপ্তম সেমিস্টার ফাইনাল খেলার সুযোগ অর্জন করে। উৎসব মুখর পরিবেশে ও ব্যাপক দর্শকের উপস্থিতিতে টুর্নামেন্টের ফাইনাল খেলা গত ২৪ আগস্ট ২০২৩ বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাস মাঠে অনুষ্ঠিত হয়। শ্বাসরুদ্ধকর ফাইনালে শেষ মুহূর্ত পর্যন্ত কোন দল গোল করতে না পারায় খেলা ট্রাইবেকারে গড়ায়। ট্রাইবেকারে ৩-২ গোলের ব্যবধানে ৭ম সেমিস্টার বিজয় লাভ করে।
ফাইনাল খেলা উপভোগ করতে এবং পুরস্কার বিতরণ করতে মাঠে উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক আনন্দ কুমার সাহা, রেজিস্ট্রার সুরঞ্জিত মন্ডল এবং প্রক্টর ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. হাবিবুল্লাহ। খেলা শেষে রেজিস্ট্রার সুরঞ্জিত মন্ডল রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সকল শিক্ষক এবং টুর্নামেন্ট আয়োজনের দায়িত্বপ্রাপ্ত বিভাগীয় শিক্ষক মো. মঈনউদ্দিন জাহাঙ্গীর, মো. একরামুল হোসেন এবং মো. কবির হোসেনকে বিশেষভাবে ধন্যবাদ দেন। এরপর বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা এই টুর্নামেন্টে ছাত্র-ছাত্রীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণকে সাধুবাদ জানান এবং বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আন্তঃবিভাগীয় পর্যায়ে টুর্নামেন্ট আয়োজন করার আশ্বাস দেন। সবশেষে অনুষ্ঠানের সভাপতি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মাননীয় বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. হাবিবুল্লাহ সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের প্রথম অংশের সমাপ্তি ঘোষনা করেন। অনুষ্ঠানের দ্বিতীয় অংশে বিজয়ী ও রানারআপ দলের হাতে ট্রফি তুলে দেন অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা।


প্রকাশিত: আগস্ট ২৬, ২০২৩ | সময়: ৪:৫৯ পূর্বাহ্ণ | সুমন শেখ