ভলিবলে জয় দিয়ে শেষ বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক: টানা তিন হারের হতাশায় ডোবার পর জয়ের দেখা পেল বাংলাদেশ। এশিয়ান সিনিয়র মেনস ভলিবল চ্যাম্পিয়নশিপ শেষ করল ১৭ দলের মধ্যে ১৫তম হয়ে। ইরানের উর্মিয়ায় শুক্রবার স্থান নির্ধারণী ম্যাচে হংকংকে ৩-১ সেটে হারায় বাংলাদেশ। টানা দুই সেট যথাক্রমে ২৫-২২, ২৫-২৩ ব্যবধানে জয়ের পর তৃতীয় সেটে ২৫-২১ ব্যবধানে হেরে যায় দল। চতুর্থ সেটে ২৫-১৯ ব্যবধানে জিতে মাঠ ছাড়ে আলি পোর আরোজির দল।
শক্তিশালী দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ৩-০ সেটে হেরে এই প্রতিযোগিতা শুরু করেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচের অভিজ্ঞতাও সুখের হয়নি; পাকিস্তানের বিপক্ষেও একই ব্যবধানে হেরে যান হরসিতরা। ১৩ থেকে ১৬ স্থান নির্ধারণী ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে এক সেট জিতলেও শেষ পর্যন্ত ৩-১ ব্যবধানে হেরে যায় বাংলাদেশ। ওই ম্যাচে ২৫-২২ পয়েন্টে প্রথম সেট জিতে আশা জাগিয়েছিল দল। কিন্তু পরের তিন সেটে ২৫-২১, ২৫-২৩, ২৫-২১ ব্যবধানে জিতে আফগানিস্তান। আফগানিস্তানের বিপক্ষে হেরে ১৫তম হওয়ার স্থান নির্ধারণী ম্যাচে হংকংয়ের মুখোমুখি হওয়া বাংলাদেশ অন্তত শেষ ভালোর তৃপ্তি নিয়ে আসর শেষ করেছে।


প্রকাশিত: আগস্ট ২৬, ২০২৩ | সময়: ৪:৫৭ পূর্বাহ্ণ | সুমন শেখ