চাঁপাইনবাবগঞ্জে বিভিন্ন রোগে আক্রান্তদের মাঝে চেক বিতরণ

চাঁপাইনবাবগঞ্জে প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে ক্যান্সার, লিভার সিরোসিস, জন্মগত হৃদরোগ ও কিডনীসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্তদের মাঝে চিকিৎসা সহায়তার সাড়ে ১৭ লাখ টাকা অনুদানের চেক এবং জাতীয় সমাজকল্যাণ পরিষদ থেকে প্রাপ্ত অনুদান এবং ভিক্ষুক পুণর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচীর আওতায় নগদ অর্থ ও বিভিন্ন উপকরণ সামগ্রী বিতরণ করা হয়। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে (সোমবার ২১ আগস্ট) বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ হল রুমে সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ রওশন আলীর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল ওদুদ।

 

 

 

 

 

৩৫ জন রোগীর প্রত্যেককে ৫০ হাজার টাকার চেক ও ৪জন ভিক্ষুককে স্বাবলম্বী করতে উপকরণ সামগ্রী, সেলাই মেশিন এবং ৬২জন দুঃস্থ’র মাঝে দেড় লাখ টাকার নগদ অর্থ তুলে দেন। বিতরণকালে উপস্থিত ছিলেন, সদর উপজেলা চেয়ারম্যান মোঃ তসিকুল ইসলাম তসি, ভাইস চেয়ারম্যান মোঃ তোসিকুল আলম বাবুল, মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ নাসরিন আখতার, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ নাছির উদ্দিন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ আমিনুল ইসলাম, সাবেক ছাত্রনেতা গোলাম শাহনেওয়াজ অপু প্রমুখ।

সানশাইন/সোহরাব


প্রকাশিত: আগস্ট ২২, ২০২৩ | সময়: ৪:৪৫ অপরাহ্ণ | Daily Sunshine