সর্বশেষ সংবাদ :

নগরীতে রবি ঠাকুরের প্রয়াণ দিবস উপলক্ষে কবিকুঞ্জের কবিতা আসর

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে রবি ঠাকুরের প্রয়াণ দিবস উপলক্ষে কবিকুঞ্জের উদ্যোগে আলোচনা, কবিতা পাঠ ও রবীন্দ্র সঙ্গীতের আসর অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার কবিকুঞ্জের সহসভাপতি বীথি মজিদার সভাপতিত্বে অনুষ্ঠানে রবীন্ত্রনাথ ঠাকুরের জীবন, কবিতা ও গান নিয়ে আলোচনা করেন গোলাম কিবরিয়া। বিশেষ অতিথি ছিলেন ড. মো. আব্দুল ওহাব, ড. মো. আব্দুল মজিদ।
কবিকুঞ্জের যুগ্ম সাধারণ সম্পাদক শাহনাওয়াজ প্রামানিক সুমনের উপস্থাপনায় অনুষ্ঠানে কবিতা ও সঙ্গীত পরিবেশন করেন কবিকুঞ্জের উপদেষ্টা সিরাজদৌল্লাহ বাহার, ওয়ালী উল ইসলাম ও লোকমান হোসেন, কোষাধ্যক্ষ আলমগীর মালেক, প্রচার সম্পাদক হাবিবুল ইসলাম তোতা, নির্বাহী সদস্য মনিরুল ইসলাম মনি, সুমন শামস, সদস্য ড. লায়লা আরজুমান বানু, কবি শামীমা ডেইজী লিপি, কবি শামীমা নাইস, কবি দীপ মান্নান, কবি হাসিবুল ইসলাম, তানজিম রহমান সেঁজুতি, কবি ওয়ালী উল ইসলাম, কবি তানকিনা তাবাসসুম, কবি কাবেরী সাহা, কবি এসএম তিতুমীর, কবি মেহেবুব ইসলাম রহমত, কবি মাসুম আওয়াল, কবি দ্বিজেন ব্যানার্জী, কবি মাহবুব দুলাল প্রমুখ।


প্রকাশিত: আগস্ট ১২, ২০২৩ | সময়: ৫:৪৪ পূর্বাহ্ণ | সুমন শেখ