অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ অসহায় মৌসুমীকে ঘর নির্মাণে ঢেউটিন দিলেন ডা. গোলাম রাব্বানী

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
আগুনে পুড়ে যাওয়া ঘর নির্মানের জন্য, ক্ষতিগ্রস্ত স্বামী পরিত্যক্তা মৌসুমি কে ঢেউটিন দিয়েছেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও চিকিৎসক নেতা ডা. গোলাম রাব্বানী।

সোমবার (৩১ জুলাই) বেলা ১১ টায় চাঁপাইনবাবগঞ্জ পৌর শহরের রেল বাগান এলাকায় ক্ষতিগ্রস্ত মৌসুমির বাসায় গিয়ে তার কাছে ঢেউটিন তুলে দেন, ডা. গোলাম রাব্বানী।

 

 

 

 

প্রায় বছরখানেক আগে কয়েলের আগুনে ঘর পুড়ে যায় মৌসুমির। সে সাথে পুড়ে যায় তাঁর বাড়ি লাগোয়া মুদি দোকানটিও ।
অসহায় মৌসুমি রোদবৃষ্টিতে কোন মতে পুড়া টিনগুলো জোড়াতালি দিয়ে কোনভাবে বাস করছিলেন। মেয়েটির অসহায়ত্বের কথা জানতে পেরে আজ ঘর নির্মানের জন্য ডা. গোলাম রাব্বানী ঢেউটিন তুলে দেন মেয়েটির হাতে।

 

 

 

 

এসময় সেখানে উপস্থিত ছিলেন, জেলা ওয়েল ফেয়ার ক্লাবের সভানেত্রী ও ডা. রাব্বানীর সহধর্মিণী সেলিনা বিশ্বাস, পৌর প্যানেল মেয়র-৩ নাজনীন ফাতেমা জিনিয়া, জেলা আওয়ামী লীগ সদস্য আবু সুফিয়ান, কৃষক লীগ নেতা পাতানুর ইসলাম, জেলা ছাত্র লীগের সাবেক সহ সভাপতি আব্দুল জাব্বারসহ অন্যরা।

সানশাইন/সোহরাব


প্রকাশিত: জুলাই ৩১, ২০২৩ | সময়: ৪:৫৯ অপরাহ্ণ | Daily Sunshine