প্রীতি ম্যাচে জামালদের প্রতিপক্ষ আফগানিস্তান

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের বাছাইয়ের প্রস্তুতি হিসেবে সেপ্টেম্বর উইন্ডোতে দুটি ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলার পরিকল্পনা বাফুফের। ৪ থেকে ১২ সেপ্টেম্বর উইন্ডোতে ম্যাচ খেলার জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশন আফগানিস্তান, নেপাল ও মিয়ানমারের সঙ্গে কথা বলছিল।
একদিন আগে ন্যাশনাল টিমস কমিটির সভা শেষে কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ বলেছিলেন, এই তিন দলের একটি বা দুটি দলের বিপক্ষে ম্যাচ খেলা হবে। গত ২৪ ঘণ্টায় যে অগ্রগতি, তাতে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ খেলতে রাজি আফগানিস্তান। এরই মধ্যে দেশটি বাংলাদেশের বিপক্ষে ৭ সেপ্টেম্বর সিলেটে ম্যাচ খেলার কথা প্রকাশও করেছে।
যদিও বাফুফে চাইছে আফগানিস্তানের বিপক্ষেই দুটি ম্যাচ খেলতে। কারণ, দুটি দল এনে বাফুফে দুটি ম্যাচ খেলতে বেশি আগ্রহী নয়। আফগানিস্তান কেন একটি ম্যাচের সূচি প্রকাশ করেছে, তাও বুঝে উঠতে পারছেন না বাফুফে কর্মকর্তারা। বাফুফে এখন চেষ্টা করছে আফগানিস্তান যেন বাংলাদেশে এসে দুটি ম্যাচ খেলে। আফগানিস্তান যদি শেষ পর্যন্ত একটির বেশি ম্যাচ খেলতে রাজি না-ই হয়, তাহলে বাফুফেকে আরেকটি দলকে আনতে হবে। সে দলটি নেপাল হওয়ার সম্ভাবনাই বেশি।


প্রকাশিত: জুলাই ৩১, ২০২৩ | সময়: ৬:১৬ পূর্বাহ্ণ | সুমন শেখ