২য় জাহানারা জামান স্মৃতি ৩য় বিভাগ ফুটবল লীগ শুরু হচ্ছে আজ

স্পোর্টস রিপোর্টার: রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় ও জেলা ফুটবল এসোসিয়েশনের ব্যবস্থাপনায় ২য় জাহানারা জামান ৩য় বিভাগ ফুটবল লীগ শুরু হচ্ছে আজ। মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য এই লীগে ১৬টি ক্লাব ক্লাব অংশগ্রহণ করছে। ক্লাবগুলো হলো হরিয়ান ফুটবল একাডেমী, পুঠিয়া ফুটবল ক্লাব, আড়ানী ফুটবল একাডেমী, আব্দুল হাকিম স্মৃতি সংঘ, পাঠানপাড়া স্পোর্টিং ক্লাব, শেখ রাসেল ফুটবল একাডেমী, ফাইটার রাজশাহী, মরহুম হাসান সিদ্দিকী স্মৃতি সংঘ, শহীদ এএইচএম কামারুজ্জামান ফুটবল একাডেমী, মহান মুক্তিযুদ্ধের চেতনায় তরুণ সংঘ ফুটবল একাডেমী, কিশোর ফুটবল একাডেমী (সাদা), শিরইল ফুটবল একাডেমী, শহীদ শাহাদত স্মৃতি সংঘ, শহীদ চান্দু স্মৃতি সংঘ, রাজশাহী সকার ক্লাব ও শেখ জামাল ক্রীড়া চক্র।
আজ উদ্বোধনী দিনে বিকেল ৪ টায় হরিয়ান ফুটবল একাডেমী পুঠিয়া ফুটবল একাডেমীর মোকাবেলা করবে বলে জানান জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি ওয়াহেদুন নবী ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সরকার। তারা জানান, রাজশাহীকে ক্রীড়া নগরী হিসেবে প্রতিষ্ঠা করতে আমাদের এই আয়োজন। পর্যায়ক্রমে সকল ধরনের খেলা আয়োজন করার চেষ্টা চালিয়ে যাবার নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়েছে। তাই সকল ক্রীড়ামোদী সংগঠক ও বিভিন্ন পেশাজীবি প্রতিষ্ঠানের কর্মকর্তাগণকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ার জন্য আহবান জানাচ্ছি। জেলা প্রশাসক ও রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সভাপতি শামীম আহমেদ এর সভাপতিত্বে লীগের উদ্বোধন করবেন রাজশাহী সিটি কর্পোরেশনের পুনঃনির্বাচিত মেয়র ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটন ।


প্রকাশিত: জুলাই ২৯, ২০২৩ | সময়: ৬:১৩ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর