সর্বশেষ সংবাদ :

সহকর্মী ও শিক্ষার্থীদের সন্তোস প্রকাশ

স্টাফ রিপোর্টার : ড. তাহেরের হত্যাকাণ্ডের আসামিদের ফাঁসি কার্যকরের খবরে সন্তোষ প্রকাশ করেছেন বিশ^বিদ্যালয়ের ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও সহকর্মীরা। বিভাগের সাবেক শিক্ষার্থী রোহান ইসলাম বলেন, আমি যখন ছাত্র হয়েই এই বিভাগে আসি তখন তাহের স্যারের ঘটনাটা শুনি। এরপর তাঁর হত্যাকারীদের শাস্তির দাবিতে আমরা অনেকবার মানববন্ধন করেছি। অবশেষে খুনীদের ফাঁসি কার্যবর হলো। এতে আমরা খুশি। আইনের বিচার যে প্রতিষ্ঠিত হয় সেটা এই হত্যা মামলার বিচারের দ্বারাই প্রমাণ হয়।
জানতে চাইলে ড. তাহেরের সহকর্মী ও বিশ^বিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে তাহের স্যারের পরিবার যে ভোগান্তির মধ্য দিয়ে অবশেষে বিচার পেয়েছেন এটার জন্য আমরা খুশি। এই মামলার বিচারে আরও একটি দিক উঠে আসে। সেটি হলো আইনের হাত থেকে কারও রেহাই নেই। অপরাধ করে কেউ পার পাবে না। এ থেকে আমাদের শিক্ষা নিতে হবে যে আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে।


প্রকাশিত: জুলাই ২৮, ২০২৩ | সময়: ৬:০৭ পূর্বাহ্ণ | সুমন শেখ