জাতীয় আদিবাসী পরিষদের সড়ক অবরোধ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

মহাদেবপুর প্রতিনিধি:
নওগাঁর মহাদেবপুরে ৫ দফা দাবীতে জাতীয় আদিবাসী পরিষদের সড়ক অবরোধ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত। আজ রোববার দুপুরে উপজেলার চৌমাশিয়া (নওহাটা মোড়ে) জাতীয় আদিবাসী পরিষদ নওগাঁ জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত সড়ক অবরোধ ও বিক্ষোভ সমাবেশে জাতীয় আদিবাসী পরিষদ নওগাঁ জেলা শাখার সভাপতি নরেন পাহানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি রবীন্দ্রনাথ সরেন, সদস্য যাদু কুমার দাস, জাতীয় আদিবাসী পরিষদ নওগাঁ জেলা শাখার উপদেষ্টা ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) এর জেলা সমন্বয়ক জয়নাল আবেদীন মকুল, ওয়াকার্স পার্টি নওগাঁ জেলা শাখার সভাপতি এ্যাড. শহীদ হাসান সিদ্দিকী স্বপন, জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি এস এম আজাদ হোসেন মুরাদ প্রমুখ। এ সময় স্থানীয় আদিবাসী নেত্রীবৃন্দসহ রাজশাহী বিভাগের অন্তর্গত ৮টি জেলার ক্ষুদ্র নৃগোষ্ঠী নেত্রীবৃন্দরা উপস্থিত ছিলেন। বক্তারা অবিলম্বে তাদের ৫টি দাবী মেনে নেয়ার জন্য যথাযথ কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানান।

সানশাইন/সোহরাব


প্রকাশিত: জুলাই ৯, ২০২৩ | সময়: ৬:০২ অপরাহ্ণ | Daily Sunshine