সর্বশেষ সংবাদ :

ফটিস এফসি’কে হারিয়ে বসুন্ধরা কিংসের জয়

ক্রীড়া প্রতিনিধি:

রাজশাহী জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে বেলুন ও ফেস্টুন উড়িয়ে বিপিএল ফুটবলে রাজশাহী ভেন্যুর উদ্বোধন করেছেন বিভাগীয় কমিশনার জিএসএম জাফরউল্লাহ,এনডিসি ও জেলা প্রশাসক আব্দুল জলিল। এসময় অতিথিবৃন্দ উভয় দলের খেলোয়াড়দের সাথে শুভেচ্ছো বিনিময় করেন। এদিকে প্রথম দিনে বিপিএল ফুটবলে ফটিস এফসি লিঃ এর নিজ ভেন্যুতে ২-০ গোলে জয় লাভ করে টানা ২য় ম্যাচ জিতলো গতবারের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস।

শুক্রবার দুপুরে মুক্তিযুদ্ধ স্মৃতি রাজশাহী জেলা স্টেডিয়ামে নবাগত ফটিস এফসি লিঃ এর বিরুদ্ধে উভয়ার্ধে প্রাধান্য বিস্তার করে ২-০ গোলে জয় নিয়ে দুই খেলা শেষে ৬ পয়েন্ট নিয়ে লীগ টেবিলের শীর্ষে অবস্থান করছে গতবারের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। প্রথমার্ধে উভয় দল আক্রমন ও পাল্টা আক্রমনের মধ্যে ৪৫ মিনিট খেলার শেষে অতিরিক্ত সময়ের খেলায় বসুন্ধরা কিংস এর পক্ষে গোল করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড মিগুয়েল।

দ্বিতীয়ার্ধে ৫০ মিনিটে উজবেকিস্তানের খেলোয়াড় গফুরোভের শর্ট ফটিস এর রক্ষণভাগের খেলোয়াড়ের পায়ে লেগে বল গোলে প্রবেশ করলে বসুন্ধরা কিংস ২-০ গোলে এগিয়ে যায়। এর পর বেশ কয়েকটি গোলের সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হলে বসুন্ধরা ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে।

 

সানশাইন/তারেক

 


প্রকাশিত: ডিসেম্বর ২৩, ২০২২ | সময়: ৭:৫৫ অপরাহ্ণ | Daily Sunshine