সর্বশেষ সংবাদ :

বাগমারায় নারী মাদক কারবারিসহ চারজন গ্রেফতার

স্টাফ রিপোর্টার, বাগমারা: রাজশাহীর বাগমারায় গত বুধবার ও বৃহস্পতিবার দুইদিন পৃথক অভিযানে নারীসহ তিনজন মাদক কারবারি এবং একজন ওয়ারেন্টভূক্ত আসামীসহ মোট চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো গণিপুর ইউনিয়নের মহব্বতপুর গ্রামের নজরুল ইসলামের স্ত্রী নারী মাদক ব্যবসায়ী সনজা রানী (৩৭), হামিরকুৎসা ইউনিয়নের আলোকনগর গ্রামের নামোপাড়ার সমশের আলীর ছেলে মাদক ব্যবসায়ী মিজানুর রহমান মিজান (৩৫) একই গ্রামের আব্দুল গফুরের ছেলে মমিনুর রহমান মিঠু (৩০) এবং ওয়ারেন্টভূক্ত গনিপুর ইউনিয়নের একডালা গ্রামের মৃত কায়েম স্বর্ণকারের ছেলে শহিদুল ইসলাম।
বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক সাইদুৃর রহমান, আব্দুল মান্নান, রেজাউল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে তাদের নিজ নিজ এলাকা হতে গ্রেফতার করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে হামিরকুৎসা ইউনিয়নের বিভিন্ন গ্রামে মাদক সরবরাহ করে আসছিল মিজানুর রহমান মিজান ও মমিনুর রহমান মিঠু। প্রতিদিন সন্ধ্যার পর নামোপাড়া, ডাঙ্গাপাড়া এলাকা, আলোকনগর বাজারের মেডিকেল এলাকা, যশের বিল এলাকাসহ বিভিন্ন পয়েন্টে তারা উঠতি বয়সীদের মাঝে গাঁজা, হেরোইন, ইয়াবা বিক্রি করতো।
তারা প্রাথমিক অবস্থায় মাদকসেবনকারী থেকে নিজেদের নেশার খরচ যোগাতে ধীরে ধীরে ব্যবসা শুরু করেন। পুলিশ বুধবার রাতে ওই এলাকায় অভিযান চালিয়ে নামোপাড়া আসাদুল ইসলাম গুডুর বাড়ির কাছ থেকে একশো গ্রাম গাঁজাসহ মিজানুর রহমান মিজানকে এবং ডাঙ্গাপাড়া এলাকার হামলাদহ ব্রীজ থেকে হেরোইনসহ মমিনুর রহমান মিঠুকে গ্রেফতার করে।
অপরদিকে বৃহস্পতিবার পৃথক অভিযান চালিয়ে গনিপুর ইউনিয়নের মহব্বতপুর গ্রামের নজরুল ইসলামের স্ত্রী সনজা রানীকে বিশ লিটার চোলাই মদসহ এবং একডালা থেকে ওয়ারেন্টভূক্ত আসামী শহিদুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ।
বাগমারা থানার উপ-পরিদর্শক আব্দুল মজিদ জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।


প্রকাশিত: জুলাই ৮, ২০২৩ | সময়: ৫:৫৯ পূর্বাহ্ণ | সুমন শেখ