সর্বশেষ সংবাদ :

সুইডেনে কোরআন পোড়ানোর প্রতিবাদে কেশরহাটে বিক্ষোভ মিছিল

মোহনপুর প্রতিনিধি :

পবিত্র ঈদুল আযহার দিনে সুইডেনে মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন অবমাননা করে পোড়ানোর প্রতিবাদে কেশরহাটে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ জুলাই) জুমার নামাজ শেষে মোহনপুরের বিভিন্ন এলাকা হতে আগত ধর্মপ্রাণ মুসলমানরা কেশরহাট যাত্রী ছাউনি হতে একটি বিক্ষোভ মিছিল বের করে মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থান সমূহ প্রদক্ষিণ করে কেশরহাট উচ্চ বিদ্যালয় মাঠে এসে এই প্রতিবাদ সমাবেশ করেন।

 

 

 

ওলামা পরিষদ মোহনপুর শাখা এর সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম সঞ্চালনায় এবং ওলামা পরিষদ মোহনপুর শাখার সভাপতি আলহাজ্ব আব্দুল আউয়ালের সভাপতিত্বে উক্ত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন ওলামা পরিষদ মোহনপুর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, ওলামা পরিষদ মোহনপুর শাখার সহ-সভাপতি আবুল কালাম আজাদ।

 

 

 

 

এছাড়া বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে সার্বিক নেতৃত্ব প্রদান দেন কেশরহাট বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম। এ সময় উপস্থিত জনতা ও বক্তারা পবিত্র কুরআন পোড়ানোর প্রতিবাদ করেন এবং কোরআন অবমাননাকারী ব্যক্তিকে দ্রুত আইনের আওতায় এনে ফাঁসির কাষ্ঠে ঝুলানোর জোর দাবি জানান।

 

সানশাইন/সোহরাব


প্রকাশিত: জুলাই ৭, ২০২৩ | সময়: ৭:০৪ অপরাহ্ণ | Daily Sunshine

আরও খবর