বড়াইগ্রাম-বনপাড়া পৃথক উপজেলা গঠনের দাবী

বড়াইগ্রাম প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রাম-বনপাড়া পৃথক উপজেলা গঠনের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার উপজেলার রাজ্জাক মোড়ে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের উভয় পাশে দাবি সম্বলিত ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে সহস্রাধিক মানুষের অংশগ্রহণে আয়োজিত মানববন্ধনকালে ঢাকাস্থ বড়াইগ্রাম-বনপাড়া পৃথক উপজেলা বাস্তবায়ন নাগরিক কমিটির সদস্য সচিব মাহমুদুল হক খোকনের সঞ্চালনায় মেয়র মাজেদুল বারী নয়ন, বড়াইগ্রাম সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান আমিনুল হক মতিন, জেলা জাসদের সম্পাদক ডিএম আলম, ৭১টিভির ডিজিএম মো. কামরুজ্জামান, ঢাকাস্থ বড়াইগ্রাম উপজেলা সমিতির সম্পাদক সিরাজুল ইসলাম নান্নু, পূবালী ব্যাংকের জিএম শাহিন শাহরিয়ার বাবুল, বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক ওহিদুল ইসলাম, প্রকৌশলী আবুল কালাম আজাদ, প্রো-এ্যাকটিভ মেডিকেল কলেজ হাসপাতালের এজিএম রাশেদুল ইসলাম, জেলা জাতীয় পাটি’র (জেপি) আহ্বায়ক এসএম সেলিম রেজা রাঙ্গা, ঢাকাস্থ নাটোর জেলা সাংবাদিক সমিতির সহ-সভাপতি এমদাদুল হক, মানবজমিনের স্টাফ রিপোর্টার আলতাফ হোসাইন, নাটোর প্রেসক্লাবের সহ-সভাপতি শহীদুল হক সরকার, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল বারী রফিক ও সাবেক প্রচার সম্পাদক আব্দুল বারেক, লেখক মন্টু ডানিয়েল, বড়াইগ্রাম উপজেলা প্রেসক্লাব সভাপতি অহিদুল হক, সাংবাদিক আশরাফুল ইসলাম, প্রধান শিক্ষক মাহবুবুর রহমান, উপজেলা ছাত্রলীগ সভাপতি সাহাবুল ইসলাম সরদার, যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম বাবর ও কাউসার আহমেদ অপু বক্তব্য রাখেন।
মানববন্ধনে বক্তারা বলেন, বড়াইগ্রাম নামে উপজেলা হলেও দুর্ভাগ্যজনক ভাবে থানা, হাসপাতাল ও সাবরেজিস্ট্রি অফিস ছাড়া সকল অফিস বনপাড়ায়। এ কারণে বড়াইগ্রামের মানুষ যুগ যুগ ধরে সুষম উন্নয়ন বঞ্চিত হচ্ছে। তাই বড়াইগ্রাম ও বনপাড়া নামে দুটি উপজেলা গঠনের মাধ্যমে চার দশকের এই বৈষম্য দূর করার দাবী জানান বক্তারা। দাবী আদায় না হলে ভবিষ্যতে আরো বৃহত্তর আন্দোলনের ঘোষণা দিবেন বলে জানান তারা।
পরে বড়াইগ্রাম উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে এ বিষয়ে করণীয় নির্ধারণে আয়োজিত সুধী সমাবেশে মেয়র মাজেদুল বারী নয়নকে আহ্বায়ক করে ৫১ সদস্য বিশিষ্ট বড়াইগ্রাম-বনপাড়া পৃথক উপজেলা বাস্তবায়ন নাগরিক কমিটি ঘোষণা করা হয়।


প্রকাশিত: জুলাই ৩, ২০২৩ | সময়: ৫:২০ পূর্বাহ্ণ | সুমন শেখ