১৩৩ রানের বড় জয়ে সুপার সিক্সে শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক: জিম্বাবুয়ের পর দ্বিতীয় দল হিসেবে সুপার সিক্সে নাম লিখিয়েছে শ্রীলঙ্কা। রোববার রাতে বিশ্বকাপ বাছাইপর্বে ‘বি’ গ্রুপে নিজেদের তৃতীয় ম্যাচে আয়ারল্যান্ডকে ১৩৩ রানের বড় ব্যবধানে হারিয়ে সুপার সিক্স নিশ্চিত করে তারা।
বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে শ্রীলঙ্কা এদিন আগে ব্যাট করে দিমুথ করুণারত্নের ১০৩ ও সাদিরা সামারাউইকরামার ৮২ রানের ইনিংসে ভর করে ৪৯.৫ ওভারে ৩২৫ রানে অলআউট হয়। জবাবে ওয়ানিন্দু হাসারাঙ্গার ঘূর্ণি জাদুতে ৩১ ওভারে ১৯২ রানে অলআউট হয়ে যায় আয়ারল্যান্ড। তাতে ১৩৩ রানের বিশাল জয় পায় লঙ্কানরা। হাসারাঙ্গা ১০ ওভারে ৭৯ রান দিয়ে ৫টি উইকেট নেন। ব্যাট হাতে ক্যারিয়ারসেরা ১০৩ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হন করুণারত্নে।


প্রকাশিত: জুন ২৬, ২০২৩ | সময়: ৬:০৬ পূর্বাহ্ণ | সুমন শেখ