আদমদিঘীতে বিএনপি’র গণসমাবেশ

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:সারাদেশে দ্রব্যমূল্যে উর্দ্ধগতি জ্বালানী তেলের মূল্যবৃদ্ধি এবং বিএনপি’র নেতাকর্মীদের খুন, গুম, নির্যাতন ও হামলা-মামলার প্রদিবাদে বগুড়ার আদমদীঘিতে গণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল ৫ টায় উপজেলা বিএনপি’র আয়োজনে ছাতিয়ানগ্রাম এলাকায় আশরাফুল ইসলামের চাতালে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। আদমদীঘি বিএনপির সভাপতি আব্দুল মহিত তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু হাসানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মিজানুর রহমান মিনু।

প্রধান বক্তার বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির আহবায়ক ও বগুড়া পৌরসভা মেয়র রেজাউল করিম বাদশা, বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ্যাডঃ সাইফুল ইসলাম, বগুড়া জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক ফজলুল বারী তালুকদার বেলাল, মোশারফ হোসেন এমপি, জাতীয় নির্বাহী কমিটি ও বগুড়া জেলা কমিটির সদস্য ভি.পি সাইফুল ইসলাম, আজগর তালুকদার হেনা, জয়নাল আবেদীন চান, জাতীয় নির্বাহী কমিটি ও সভানেত্রী বগুড়া জেলা মহিলা দলের সদস্য লাভলী রহমান, বগুড়া জেলা কমিটির সদস্য এম আর ইসলাম স্বাধীন, বগুড়া জেলা কমিটির সদস্য ও শহর কমিটির সভাপতি এ্যাডঃ হামিদুল হক চৌধুরী হিরু, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সান্তাহার পৌর বিএনপির সভাপতি ও পৌরসভা মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু, জাতীয় শ্রমিকদল ঢাকা মহানগর উত্তরের সিনিয়র যুগ্ন আহবায়ক লায়ন ফরিদ আহমেদ, সাধারন সম্পাদক আক্তারুজ্জামান মিঠু, উপজেলা বিএনপি নেতা মাহফুজুল হক টিকন প্রমূখ।

প্রধান অতিথি মিজানুর রহমান মিনু গণবিরোধী কর্তৃত্ববাদী ফ্যাসিষ্ট আওয়ামী সরকার কর্তৃক জ্বালানী তেলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যবৃদ্ধি এবং পুলিশ কর্তৃক গুলি করে ভোলায় ছাত্রনেতা নূর আলম, স্বেচ্ছাসেবকদল নেতা আব্দুর রহিম ও নারায়নগঞ্জে যুবদলনেতা শাওন হত্যার প্রতিবাদ জানান।

 


প্রকাশিত: সেপ্টেম্বর ৫, ২০২২ | সময়: ৭:২৭ অপরাহ্ণ | সানশাইন

আরও খবর