নেশা করতে নিষেধ করায় দুই নারীকে মারধর

আদমদীঘি প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে নেশা করতে নিষেধ করায় দুই নারীকে মারপিটের ঘটনা ঘটেছে। আহত দুই নারীকে গুরুতর অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বুধবার সন্ধ্যায় ভুক্তভোগী আছিয়া বেগম বাদী হয়ে থানায় ৬ জনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
জানা যায়, উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের কালাইকুড়ি গ্রামের ফিরোজ হোসেনের স্ত্রী আছিয়া বেগমের বাড়ির পাশে একই গ্রামের পলাশ, হিমেল ও নিরব কয়েকদিন ধরে নেশা করছিল। গত শনিবার সকালে আছিয়া বেগম ও তার প্রতিবেশী অঞ্জনা খাতুন তাদের নেশা করতে নিষেধ করলে অকথ্য ভাষায় গালিগালাজ করে।
কথা-কাটাকাটির একপর্যায় ওই দুই নারীকে পলাশ, হিমেল ও নিরব মারধর করে গুরুতর আহত করে। প্রতিবেশীরা তাদের আহত অবস্থায় নিকটবর্তী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করান।
এ ঘটনায় আছিয়া বেগম বাদী হয়ে পলাশ, হিমেল ও নিরব সহ ৬ জনের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা জানান, এ ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে পদক্ষেপ নেওয়া হবে।


প্রকাশিত: জুন ২৩, ২০২৩ | সময়: ৫:১৭ পূর্বাহ্ণ | সুমন শেখ