অস্ট্রেলিয়া আমাদের হালকা ভাবে নেয়নি: জ্যোতি

স্পোর্টস ডেস্ক: প্রথমবারের মতো অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দলের বিপক্ষে দ্বি-পাক্ষিক সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। বৃহস্পতিবার সকালে ওয়ানডে সিরিজের মধ্য দিয়ে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। তার পর তিনটি টি-টোয়েন্টিও খেলবে দুই দল। ওয়ানডে সিরিজ শুরুর আগে গণধ্যামের মুখোমুখি হয়েছেন বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।
অধিনায়কের কাছে জানতে চাওয়া হয় অস্ট্রেলিয়ার সঙ্গে এই সিরিজটি বাংলাদেশের জন্য সবচেয়ে বড় কি না? জবাবে বলেছেন, ‘দেখেন অবশ্যই, তারা বেটার সাইড বিশ্বের এবং বিশ্বচ্যাম্পিয়ন। তাদের বিপক্ষে খেলা বড় একটা অভিজ্ঞতা দলের জন্য। আমরাও যেভাবে খেলে আসছি, গত ৬/৭ মাস ক্রিকেট খেলছি, তারা অবশ্যই আমাদের হালকাভাবে নেয়নি যদি তাদের স্কোয়াড দেখি (শক্তিশালী স্কোয়াড)। বিশ্বকাপও (আসন্ন নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশে) এখানে।’
ঘরের মাঠে বাংলাদেশ বরাবরই ভালো দল। বিশেষ করে মিরপুরের উইকেটে সাম্প্রতিক সাফল্য দারুণ। পাকিস্তান ও ভারতের মতো দলের বিপক্ষে সিরিজ জিতেছে। সামর্থ্য ও শক্তির দিক থেকে অস্ট্রেলিয়ার চেয়ে পিছিয়ে থাকলেও কন্ডিশনের কারণে নিজেদের এগিয়ে রাখলেন জ্যোতি, ‘প্রথমত হচ্ছে হোম কন্ডিশন, আমার মনে হয় কন্ডিশনের দিক থেকে তারা অনেক বেশি অচেনা।’
জ্যোতি আরও বলেছেন, ‘সম্প্রতি তাদের অনেকগুলো প্লেয়ার কিন্তু আইপিএল খেলে আসছে। তো বাংলাদেশ এবং ভারতের উইকেট একই থাকে। তারা একটু হলেও জানে যে কেমন কন্ডিশনে খেলা হবে।’
অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামার আগে নিজেদের উন্নতির সবচেয়ে বড় দিকটা উন্মোচন করলেন জ্যোতি। এক প্রশ্নের জবাবে বলেছেন, ‘যদি আমাদের দিক থেকে চিন্তা করি রিসেন্টলি যখন দক্ষিণ আফ্রিকা থেকে খেলে আসছি, আমাদের ব্যাটিংটা অনেক বেশি শক্তিশালী মনে হয়েছে। যখন হোমে খেলেছি ভারত পাকিস্তানের সঙ্গে, তখন মনে হয়েছে বোলিংটা অনেক বেশি শক্তিশালী। এটা ভালো দিক দলের জন্য। এখন গুরুত্বপূর্ণ কালকের দিনে কে কীভাবে, কোন ইউনিট থেকে বেশি কনট্রিবিউট করতে পারে দলের জন্য।’


প্রকাশিত: মার্চ ২১, ২০২৪ | সময়: ৬:০৬ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর