সর্বশেষ সংবাদ :

চাঁদ দেখা গেছে, বাংলাদেশে কোরবানির ঈদ ২৯ জুন

সানশাইন ডেস্ক: জিলহজ মাসের চাঁদ বাংলাদেশে দেখা যাওয়ায় কোরবানির ঈদ উদযাপিত হবে আগামী ২৯ জুন। সোমবার সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা থেকে এই সিদ্ধান্ত দেওয়া হয়।
সভা শেষে ধর্ম সচিব মু. আ. হামিদ জমাদ্দার সাংবাদিকদের বলেন, “সোমবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। মঙ্গলবার থেকে জিলহজ মাস গণনা শুরু হবে। আগামী ২৯ জুন সারাদেশে ঈদুল আজহা উদযাপিত হবে।” এবার ঈদযাত্রার সুবিধায় সরকার ঈদের ছুটি একদিন বাড়িয়েছে। এবার ছুটি হবে চার দিন।
জিলহজ মাসের ১০ তারিখে বিশ্বের মুসলমানরা তাদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব কোরবানির ঈদ উদযাপন করেন। এই উৎসবে পশু কোরবানি দেওয়া হয়, যার মধ্য দিয়ে নিজের ভেতরের কলুষতাকে বর্জন এবং সৃষ্টিকর্তার সন্তুষ্টি লাভই ইসলামের শিক্ষা। সৌদি আরবে রোববার জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় ২৮ জুন সেদেশে কোরবানির ঈদ উদযাপন হবে, তার আগের দিন হবে হজ। সাধারণত সৌদি আরবের একদিন পর বাংলাদেশে ঈদ উদযাপন হয়ে থাকে।


প্রকাশিত: জুন ২০, ২০২৩ | সময়: ৪:১০ পূর্বাহ্ণ | সুমন শেখ