ষষ্ঠ-সপ্তম শ্রেণির অর্ধবার্ষিক পরীক্ষা নিয়ে যা জানালো অধিদফতর

সানশাইন ডেস্ক: নতুন শিক্ষাক্রমের ষষ্ঠ ও সপ্তম শ্রেণির বিষয়ভিত্তিক ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকা সব শিক্ষা প্রতিষ্ঠানকে বাস্তবায়নের নির্দেশনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন গাইড লাইন, বিষয়ভিত্তিক মূল্যায়ন নির্দেশিকা ও ষাম্মাসিক সামষ্টিক মূল্যায়নের রুটিন পাঠানো হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে। একইসঙ্গে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের ওয়েবসাইটে তা প্রকাশ করা হয়েছে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের অফিস আদেশে বলা হয়, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) পাঠানো ষষ্ঠ ও সপ্তম শ্রেণির বিষয়ভিত্তিক ষাম্মাসিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকা সব শিক্ষা প্রতিষ্ঠানে বাস্তবায়ন এবং শিক্ষক ওরিয়েন্টেশন কোর্স সম্পন্ন করার জন্য অনুরোধ করা হলো। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও প্রধান শিক্ষকদের ষষ্ঠ ও সপ্তম শ্রেণির বিষয়ভিত্তিক ষাম্মাসিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকা সব শিক্ষা প্রতিষ্ঠানে বাস্তবায়ন এবং শিক্ষক ওরিয়েন্টেশন কোর্স সম্পন্ন করার জন্য নির্দেশনা দেওয়া হয় অফিস আদেশে।


প্রকাশিত: মে ২৭, ২০২৩ | সময়: ৫:২৯ পূর্বাহ্ণ | সুমন শেখ