সর্বশেষ সংবাদ :

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বিভিন্ন উপজেলায় আ’লীগের বর্ধিত সভা ও প্রচার মিছিল

স্টাফ রিপোর্টার: আগামী ২৯ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজশাহীতে আগমন উপলক্ষে জেলার পবার পারিলা ইউনিয়ন আ’লীগ, মোহনপুরে শ্রমিকলীগ ও কৃষকলীগ, বাগমারায় ও দুর্গাপুরে ছাত্রলীগের উদ্যোগে বর্ধিত সভা, লিফলেট বিতরণ ও প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকালে হাট রামচন্দ্রপুর ডিগ্রী কলেজ মাঠে সভায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য মো. আয়েন উদ্দিন। সভায় পারিলা ইউনিয়ন আ’লীগের সভাপতি মো. সোহরাব হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, পবা উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. ইয়াসিন আলী, পবা উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও নওহাটা পৌর মেয়র মো. হাফিজুর রহমান হাফিজ, পবা উপজেলা যুবলীগের সভাপতি মো এমদাদুল হক এমদাদ, পারিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাঈদ আলী মোরশেদ, পারিলা ইউনিয়ন মহিলা আ’লীগের সভানেত্রী ফাহিমা খাতুন, পবা উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. ফরিদুল ইসলাম রাজু।
পারিলা ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক নবীবুর রহমানের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন- পবা উপজেলা আ’লীগের সাবেক প্রচার সম্পাদক সিদ্দিকুর রহমান, সাবেক দফতর সম্পাদক মো নজরুল ইসলাম, পবা উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক হানিফ মো. পলাশ, কাটাখালী পৌর আ’লীগের সভাপতি আবু সামা, হরিয়ান ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক জেবুর আলী।
মোহনপুর: মোহনপুরে আওয়ামী শ্রমিকলীগ ও কৃষকলীেেগ উদ্যোগে প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার মোহনপুর ডাকবাংলো চত্বর হতে একটি বিশাল মিছিল বের হয়ে মহাসড়ক প্রদক্ষিণ শেষে থানা মোড়ে পথসভা অনুষ্ঠিত হয়। মোহনপুর উপজেলা শ্রমিকলীগ সভাপতি মজিবুর রহমানের সভাপতিত্বে ও সাবেক চেয়ারম্যান আফজাল হোসেন বকুলের উপস্থাপনায় সভায় বক্তব্য প্রদান করেন জেলা আওয়ামীগের সাবেক সাধারন সম্পাদক আসাদুজ্জামান আসাদ, জেলা আ”লীগ নেতা আক্তারুজ্জামান, মোহনপুর উপজেরা পরিষদের ভাইস চেয়ারম্যান মেহেবুব হাসান রাসেল, আ”লীগ নেতা বিন বেল্লাহ, জেলা শ্রমিক লীগের সাধারন সম্পাদক আজাদ, জেলা যুবলীগের সহ-সভাপতি আলমঙ্গীর মোর্শেদ রঞ্জু, উপজেলা আ”লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সুলতান মাহমুদ, সাবেক সদস্য জামাল বিস্বাস, আ’লীগ নেতা সুরঞ্জিত সরকার, উপজেলা শ্রমিকলীগের সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম মিলনসহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বাগমারা: সোমবার বাগমারার তিন ইউনিয়নে প্রতিনিধি সভা, লিফলেট বিতরণ ও প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে। বাগমারা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি এ্যাড. জাকিরুল ইসলাম সান্টুর নেতৃত্বে উপজেলা গোবিন্দপাড়া, দ্বীপপুর ও নরদাশ ইউনিয়নে এসব কর্মসূচী পালিত হয়। শেষে নরদাশ ইউনিয়নের বাঁধের হাটে এক বিশাল প্রচার মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষে বীর মুক্তিযোদ্ধা বীরেন্দ্রনাথ সরকার, নূর মোহাম্মাদ, কৃষক লীগের সাবেক সভাপতি এমদাদুল হক, দ্বীপপুর ইউনিয়ন আ’লীগের সাবেক সাধারন সম্পাদক মতিউর রহমান, গোবিন্দপাড়া ইউনিয়ন আ’লীগের সাবেক সাধারন সম্পাদক রেজাউল ইসলাম, দ্বীপপুর ইউনিয়ন আ’লীগের সাবেক সভাপতি ইয়াছিন আলী, সাবেক সাধারন সম্পাদক মতিউর রহমান, স্থানীয় আ’লীগ নেতা করিম বক্্র, আকছেদ, সেলিম, বাগমারা উপজেলা ছাত্রলীগ নেতা জেবাল আহম্মেদ, সাজেদুর রহমান, নাহিদ হাসান প্রমূখ। বক্তাগন আগামী ২৯ জানুয়ারী রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা ময়দানে স্মাট বাংলাদেশের প্রবক্তা দেশরত্ন শেখ হাসিনার জনসভা সফল ও সার্থক করতে সবাইকে দলে দলে শৃঙ্খলার সাথে যোগদানের আহবান জানান।
দুর্গাপুর: দুর্গাপুর উপজেলা ছাত্রলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে সভা অনুষ্ঠিত হয়। উপজেলা ছাত্রলীগের সভাপতি শাকিল খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিকের সঞ্চালনায় বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডাঃ মোঃ মনসুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সদস্য আলহাজ্ব আব্দুর রাজ্জাক, জেলা পরিষদের সদস্য আবুল কালাম আজাদ বাচ্চু, উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য আমিনুল হক টুলু, পানানগর ইউপি চেয়ারম্যান আজাহার আলী, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক ছালিমুদ্দিন, পৌর যুবলীগের সভাপতি বেলাল হোসেন, পৌর যুবলীগের সাধারন সম্পাদক আবুল বাসার, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আলমগীর হোসেন, পৌর ছাত্রলীগের আহ্বায়ক সোহেল রানা, যুগ্ম আহব্বায়ক ছাত্রলীগ নেতা মেহেদী হাসান নিঝুম ও ইসরাফিল হোসেন প্রমূখ।
পবা উপজেলা কৃষকলীগ: সোমবার নওহাটা মহিলা কলেজ মিলনায়তনে পবা উপজেলা কৃষক লীগের আয়োজনে বর্ধিত সভায় পবা উপজেলা কৃষক লীগের সহ-সভাপতি রেজাউল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাজশাহী জেলা কৃষক লীগের সভাপতি অধ্যক্ষ তাজবুল ইসলাম ও প্রধান বক্তা ছিলেন রাজশাহী জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ও পবা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওয়াজেদ আলী খাঁন।
পবা উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক সরওয়ারে আলম মানিকের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা শাখার সাবেক দপ্তর সম্পাদক নজরুল ইসলাম চিনু, সাবেক সদস্য তরিকুল হাসান বাচ্চু, আসাদুল ইসলাম দুখু, বাগমারা উপজেলা শাখা কৃষক লীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক সরকার বাবু, পবা উপজেলা কৃষক লীগের সহ-সভাপতি হাবিবুর রহমান (মুন্তাজ), আইন বিষয়ক সম্পাদক সাদ্দাম হোসেন, সাংগঠনিক সম্পাদক ফিরোজ আহম্মেদ রানা ও আনারুল ইসলাম, নওহাটা পৌর কৃষক লীগের সভাপতি শফিকুল ইসলাম শাফি ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, কাটাখালী পৌর কৃষক লীগের সভাপতি মানিক ও সাধারণ সম্পাদক টিপু সুলতান।


প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২৩ | সময়: ৬:০৩ পূর্বাহ্ণ | সুমন শেখ